
নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:
বাংলার আবাসের টাকা চাওয়া নিয়ে নেতাকর্মীদের সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।তিনি উপভোক্তাদের উদ্দেশ্যে বললেন আপনাদের দ্বিতীয় ফেজের টাকা আপনারা মে মাসে পেয়ে যাবেন।তবে তার মধ্যে যে কেউ,A,B,C,D আপনার কাছে টাকা চাইতে আসে তবে তার নামে প্রয়োজনে থানায় অভিযোগ করুন,আমি দেখব।

নির্দিষ্ট কর্মসূচি অনুযায়ী এদিন মেদিনীপুর কলেজ কলেজ মাঠে সভা করতে এসে নিজেদের কর্মী নেতৃত্ব দের একহাত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।এদিন বাংলা আবাসের যোজনার বাড়ি প্রকল্পে টাকা দেওয়া নিয়ে তিনি বলেন বাংলা আবাস যোজনায় আমরাই টাকা দিচ্ছি।কেন্দ্র সরকার আমাদের কোন টাকা দেয়নি।আমরা প্রথম ফেজের টাকা দিয়েছি ১২ লক্ষ উপভোক্তা কে।বাকি টাকা মে মাসে পাবেন উপভোক্তারা।এরই সঙ্গে আমরা ডিসেম্বর মাসে দ্বিতীয় ফেজে ১৬ লক্ষ নতুন উপভোক্তাকে টাকা দেব।তার দ্বিতীয় ফেজের টাকা ২০২৬ এর মে মাসে দেওয়া হবে। তারপরও যদি কারো বাড়ি বাকি রয়ে যায়,আমরা তাদের ব্যবস্থা করে দেব।তবে এই বাংলার টাকা যদি কেউ চাইতে আছে বা তার জন্য কোন উপটোকন দাবি করে সে যদি আমাদের নেতা কর্মী মন্ত্রী বা কোন এ বি সি ডি যে হবে তার নামে আপনারা থানায় গিয়ে অভিযোগ করুন,আমি পুরো বিষয়টা দেখব।

মূলত সরকারি পরিষেবা প্রদান এবং সৌর বিদ্যুৎ প্রকল্পের উদ্বোধনে মেদিনীপুরে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।এদিনের অনুষ্ঠানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া উপস্থিত ছিলেন মুখ্য সচিব মনোজ পন্থ, সাংসদ জুন মালিয়া,মন্ত্রী মানস রঞ্জন ভুঁইয়া,শিউলি সাহা,শ্রীকান্ত মাহাত,বিধায়ক সুজয় হাজরা,হুমায়ুন কবীর,অজিত মাইতি দিনেন রায়,অরূপ ধাড়া।ছিলেন জেলাশাসক খুরশিদ আলী কাদেরী,পুলিশ সুপার ধৃতিমান সরকার,জেলা স্বাস্থ্য আধিকারীক সৌম্য শংকর সরঙ্গী সহ অন্যান্যরা।