Mamata Sava:একদিন যারা আমাদের মন্ত্রিসভায় ছিল তারাও চাকরি দিয়েছে,এখন শুধু পিল খাই আর পিল করে!সরকারি সভা থেকে বামেদের কটাক্ষ মমতার

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:

সরকারি প্রকল্প অনুষ্ঠানে এসেও বামেদের কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।তিনি বললেন এরা যারা আমাদের মন্ত্রিসভায় একসময় ছিলেন তারাও লক্ষ লক্ষ চাকরি দিয়েছেন।কিন্তু এখন তারা শুধু পিল খায় আর পিল করে,এরা আসলে দানবিক।

সরকারি অনুষ্ঠানে এসে এবার বামেদের কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।শুধু কটাক্ষ করলেন তা নয় বিগত মন্ত্রিসভার দায়িত্বে থাকা অবস্থায় বামেরা লক্ষ লক্ষ চাকরি দিয়েছে তা নিয়েও মন্তব্য করলেন। মূলত সরকারি সুবিধা প্রদান সেই সঙ্গে সৌর বিদ্যুৎ প্রকল্পের উদ্বোধনে মেদিনীপুর কলেজ কলিজিয়েট মাঠে সভা করতে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।তিনি দুদিনের জেলা সফরে এসেছিলেন।প্রথম দিনে জিন্দালদের অনুষ্ঠানে অংশ নেন।সেখানে ১৬০০ মেগাওয়াট পাওয়ার প্ল্যান্টের উদ্বোধন করেন।এরপর দ্বিতীয় দিনে তিনি কলেজ মাঠে সরকারি সুবিধা প্রদান অনুষ্ঠানে উপস্থিত হন বেলা বারোটা নাগাদ।এদিন তিনি প্রথমে সরকারি সুযোগ-সুবিধা প্রদান করেন জেলার মানুষদের।এরপর তিনি বিভিন্ন প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করেন সুইচ টিপে।

এরপর বক্তব্য রাখতে গিয়ে তিনি চাকরি হারাদের নিয়ে যেমন মন্তব্য করেন সেই সঙ্গে এই চাকরি কাড়া প্রসঙ্গে বামেদের কটাক্ষ করেন।তিনি বলেন আমরা চাকরি দিচ্ছি আর কিছু লোক আছে এ রাজ্যে যারা ভোট নিয়ে কোন মাথাব্যথা নেই,রাজ্যের উন্নয়ন নিয়ে মাথা ব্যাথা নেই,তারা শুধু পিল খায় আর পিল করে।এরাও একদিন আমাদের মন্ত্রিসভার দায়িত্ব ছিল এরাও লক্ষ লক্ষ মানুষকে চাকরি দিয়েছে। মুখ ফসকে তিনি বলেন, এরাও লক্ষ লক্ষ টাকা ও নিয়েছে। তিনি কোর্ট প্রসঙ্গে বলেন এই ক্ষেত্রে কোর্ট কোন দায়ী নয়,এরাই কোন কারণ ছাড়াই একটা করে পিল করে। এরপর প্রাইমারি নিয়ে হাইকোর্ট হওয়া প্রসঙ্গে তিনি বলেন আবার শুনেছি এরা নাকি প্রাইমারিতে ৩৫ হাজার শিক্ষকের চাকরি খাবে বলে হাইকোর্ট করেছে! তিনি প্রশ্ন তোলেন এরা কারা?বামেদের লজ্জা প্রসঙ্গে তিনি বলেন একবারও কি আপনাদের লজ্জা করে না এই চাকরি কাড়ার আগে ভেবে দেখতে যারা চাকরি হারালো তারা পরিবার নিয়ে কোথায় যাবে,কি খাবে!এদের শুধু দানবিক মুখ আছে মানবিক নেই।

প্রসঙ্গত উল্লেখ্য,এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ১৮৫০ কোটি টাকা প্রকল্পের উদ্বোধন সেই সঙ্গে ৩৯৩ কোটি টাকার প্রকল্পের শিলান্যাস করেন মঞ্চ থেকে। যার মধ্যে রয়েছে বীরসিংহ গেট,হাসপাতালের গেট,বিভিন্ন রাস্তা প্রকল্প বিভিন্ন জল প্রকল্প সেইসঙ্গে বিভিন্ন সৌর চালিত প্রকল্প।এদিনের অনুষ্ঠানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া উপস্থিত ছিলেন মুখ্য সচিব মনোজ পন্থ, সাংসদ জুন মালিয়া,মন্ত্রী মানস রঞ্জন ভুঁইয়া,শিউলি সাহা,শ্রীকান্ত মাহাত, বিধায়ক সুজয় হাজরা,হুমায়ুন কবীর,অজিত মাইতি দিনেন রায়,মমতা ভুঁইয়া,অরূপ ধাড়া ছিলেন জেলাশাসক খুরশিদ আলী কাদেরী,পুলিশ সুপার ধৃতিমান সরকার,জেলা স্বাস্থ্য আধিকারী সৌম্য শংকর সরঙ্গী সহ অন্যান্যরা।



Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in