
নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:
মঙ্গলবার সি বি এস ই দশম ও দ্বাদশ শ্রেণীর ফল প্রকাশিত হলো।বিগত বছর গুলোর মতো এবারেও নজরকাড়া ফল করে স্বমহিমায় উজ্জ্বল রইলো মেদিনীপুর ডি এ ভি পাবলিক স্কুল।দ্বাদশ শ্রেণীতে দেবার্ঘ্য সামন্ত ৯৫.৬% নম্বর পেয়ে বিদ্যালয়ে প্রথম স্থানে এবং তিয়াসা মাইতি ৯৪.২% ও মনীষ মণ্ডল ৯৩.২% মার্কস পেয়ে বিদ্যালয়ে মধ্যে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছে। বিদ্যালয়ের মোট ৯৭ জন পরীক্ষার্থীর সবাই উত্তীর্ণ হয়েছে।বিদ্যালয়ের প্রাপ্ত গড় নম্বর ৭৭.৫%।

দশম শ্রেণীতে শ্রেষ্ঠা আদক ৯৮.৪% , এনাক্ষী দাস ৯৮% এবং সমর্পিতা মান্ডি ৯৭.৮% পেয়ে বিদ্যালয় স্তরে যথাক্রমে প্রথম,দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছে। বিদ্যালয়ের প্রাপ্ত গড় নম্বর ৮৩.৯%। ১২১ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৪ জন পরীক্ষার্থী ৯০% উপর নম্বর পেয়েছে।বিদ্যালয়ের অধ্যক্ষ এন কে গৌতম এই ফলাফলে অত্যন্ত খুশি এবং তিনি ছাত্র-ছাত্রী , শিক্ষকমণ্ডলী ও অভিভাবকদের অভিনন্দন জানিয়েছেন।