
নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:
জেলা জুড়ে বনধের সমর্থনে বিক্ষোভ দেখালো বনধ কারীরা,এইদিন মেদিনীপুর শহরে কেরানিতলা মোড়ে বনধ করতে এসে ফুটবল নিয়ে কিছুক্ষণ ফুটবল খেললেন তারা।দাবি তুললেন তাদের দাবিদাওয়া গুলি।বিক্ষিপ্ত ঘটনার মধ্য দিয়ে পশ্চিম মেদিনীপুর জুড়ে বনধ পালিত।

বনধে শহরে ফুটবল খেললেন বনধ সমর্থনকারী বাম ছাত্র যুবরা।শহরের কেরানী টোলার মোড়ে দিঘা- মেদিনীপুর সরকারি বাস আটকে,তার সামনে ফুটবল খেলেন বনধ সমর্থনকারীরা।তাদের দাবি ছিল প্রতিকী বিক্ষোভ দেখানো হল ফুটবল খেলার মধ্য দিয়ে।
অন্যদিকে,শহরের রবীন্দ্র নগর এলাকায় একটি নামকরা জুতো কোম্পানির শোরুম বন্ধ করাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। ঠিক একইভাবে শহরের মেদিনীপুর কলেজিয়েট স্কুলের সামনেও বনধ সমর্থকরা পিকেটিং করলে এবং স্কুলের মূল প্রবেশপথ আটকানোর চেষ্টা করলে উত্তেজনা সৃষ্টি হয়। অপর দিকে, মেদিনীপুর কলেজ চত্বর এদিন সকাল থেকেই মোটের উপর শুনশানই ছিল।

কলেজের গেটে বন্ধের সমর্থনে পোস্টার-ব্যানার দিয়েছিলেন এসএফআইয়ের ছাত্রছাত্রীরা। বেলা ১২টা নাগাদ কোতোয়ালি থানার পুলিশ এসে তা খুলে দেয়। পুলিশকে ধিক্কার জানিয়ে স্লোগান দেয় এসএফআই-র সদস্য-সমর্থকরা।পাশাপাশি খড়গপুর,কেশিয়াড়ি, পিংলা,সবং এরই সঙ্গে ঘাটাল দাসপুর এবং চন্দ্রকোনাতেও বিক্ষোভ দেখান এই বনধ কারীরা।

প্রসঙ্গত উল্লেখ্য, দশটি শ্রমিক সংগঠনের ডাকে দেশজুড়ে বনধ ডেকেছিল শ্রমিক ইউনিয়নগুলি। যার মধ্যে ছিল শ্রম কোড বাতিল সহ একাধিক দাবি।সেই দাবির প্রেক্ষিতেই রাস্তায় নেমেছিল বনধ কারীরা।তবে এদিন বনধ করতে এসে এক প্রকার ফুটবল খেলে প্রতিকি বিক্ষোভ তুলে ধরেন তারা।