Letters to lawyers: জেলার বিপ্লবীদের ‘সন্ত্রাসবাদী’প্রশ্নে এবার প্রতিবাদ জেলার আইনজীবীদের! মুখ্য মন্ত্রীর উদ্দেশ্যে চিঠি সঙ্গে প্রশাসনিক শাস্তির আবেদন

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:

জেলার বিপ্লবীদের সন্ত্রাসবাদি আখ্যা দেওয়া নিয়ে এবার ফের নতুন করে প্রতিবাদ শুরু করল মেদিনীপুরের জর্জকোর্টের আইনজীবীরা।সই স্বাক্ষর করে ওই শিক্ষকের শাস্তি চেয়ে তারা খোলা চিঠি দিল মুখ্যমন্ত্রীকে।প্রশাসনিক ব্যবস্থা নেওয়ারও আর্জি রয়েছে চিঠিতে।

বিপ্লবী শহর মেদিনীপুরের এক অন্যতম বিশ্ববিদ্যালয় হল বিদ্যাসাগর ইউনিভার্সিটি।যা বিদ্যাসাগর নামে নামাঙ্কিত।কিন্তু গত পরশুদিন ইতিহাসের ষষ্ঠ সেমিস্টারের প্রশ্নে বিপ্লবীদের সন্ত্রাসবাদি আখ্যা দেওয়াতে উঠেছে বিতর্ক এবং জেলা জুড়ে সোরগোল। যদিও এই ঘটনায় তড়িঘড়ি দুই পদস্থ শিক্ষককে ছুটি দিয়ে বিষয়টি মেটাতে চেয়েছে বিশ্ববিদ্যালয় কিন্তু তারপরেও বিতর্ক অব্যাহত জেলা জুড়ে।এই সন্ত্রাসবাদি প্রশ্নে এবার মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি দিল মেদিনীপুরের আইনজীবীরা।মেদিনীপুর জেলা জর্জকোর্টের আইনজীবীরা সবাই সই সাক্ষর করে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে চিঠি দেন।সেই চিঠিতে তারা উল্লেখ করেন,”বিপ্লবী শহর মেদিনীপুরে যেখানে পরপর তিন বছর কুখ্যাত ব্রিটিশ ম্যাজিস্ট্রেটকে শিক্ষা দিয়েছিল মেদিনীপুরের বীর বিপ্লবীরা সেইসঙ্গে হাসতে হাসতে নিজের জীবন উৎসর্গ করে দিয়েছিল এই দেশের জন্য তাদের সন্ত্রাসবাদি আখ্যা দেওয়া এই বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

সেই সঙ্গে প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে ওই শিক্ষকদের বিরুদ্ধে। এইদিন আইনজীবীরা এও দাবি করেন কিছু শিক্ষকরা ইচ্ছা করেই এই ধরনের ঘটনা ঘটিয়ে চলছে দীর্ঘকাল ধরে।এটা কোনমতে মেনে নেওয়া যায় না।পাশাপাশি তারা উপাচার্য র প্রতি এও বার্তা দেন যেখানে দুজন শিক্ষকের ভুল হয়েছে অথচ তাদেরকে শোকজ কেন করা হয়নি তার বদলে কেনই বা তাদের সরিয়ে দেওয়া হল তা নিয়েও প্রশ্ন তুলেছেন এই আইনজীবীরা।যা নিয়ে ফের নতুন করে বিতর্ক দেখা দিয়েছে জেলা জুড়ে।

এই নিয়ে মেদিনীপুরের জর্জকোর্টের আইনজীবী তীর্থঙ্কর ভকত বলেন,”এই ঘটনা অত্যন্ত নিন্দা জনক এবং অবমাননা কর।বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের কাছে এই ধরনের প্রশ্নপত্র কখনো আশা করা যায় না।বিপ্লবী শহর এই মেদিনীপুরে যারা নিজেদের পরিবার পরিজন জীবন ত্যাগ করে জীবন উৎসর্গ করলো দেশের জন্য তাদের সন্ত্রাসবাদী আখ্যা কিভাবে ব্যাখ্যা করলেন এই শিক্ষকেরা তারও উত্তর দিতে হবে!এরই সঙ্গে তিনি প্রশ্ন করেন যে শিক্ষক এই ঘটনা ঘটিয়েছে তাকে শোকজ করার পরিবর্তে কেন প্রথমেই সরিয়ে দেওয়া হলো তাও প্রশ্ন রয়ে যায়।এইদিন চিঠিতে তীর্থঙ্কর বাবু আবেদন করেন অবিলম্বে ওই দোষী শিক্ষককে কঠোরতম শাস্তি সেইসঙ্গে প্রশাসনিক ব্যবস্থার আবেদন জানাচ্ছি মুখ্যমন্ত্রীর কাছে।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in