Salbithi Blood camp:মহিলা পরিচালিত ‘শালবীথি সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের’ পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন রবীন্দ্র নিলয়ে

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:

সাপ্তাহিক ছুটির দিনে রক্তদান শিবিরের আয়োজন মহিলা পরিচালিত সংগঠন শালবীথি সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন। পুরুষের পাশাপাশি পাল্লা দিয়ে স্বেচ্ছায় রক্তদান করলেন মহিলারা।এই রক্তদাতাদের উৎসাহ দিতে হাজির হয়েছিলেন বিশিষ্ট মানুষজনেরা।দিনের শেষে প্রায় ৫০ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করলেন।

‘যে নারী রাঁধে,সে নারী চুলও বাঁধে’এই আপ্তবাক্যকে সামনে রেখেই এবার শালবীথি সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে এক রক্তদান শিবিরের আয়োজন করা হলো।এদিন মেদিনীপুর শহরে রবীন্দ্র নিলয়ে এই রক্তদান শিবিরে পুরুষের পাশাপাশি মহিলারা এলেন স্বেচ্ছায় রক্তদান করতে।একে একে প্রায় ৬০ জন রক্তদাতা রক্ত দিলেন এই দিন।রক্তদাতাদের উৎসাহিত দিতে উপস্থিত ছিলেন মেদিনীপুরের বিশিষ্ট মানুষ জনেরা।এই শিবির কে পরিচালনা করতে তত্ত্বাবধানের দায়িত্বে ছিলেন অর্গানাইজেশনের শ্রমিষ্ঠা চৌধুরী,রশ্মি মুখার্জি,সংহতি সেনগুপ্ত, ডালিয়া চক্রবর্তী,হাসি মান্না,অপর্ণা দাস,সুজাতা আচার্য,রিতিষা বেরা,মধুছন্দা মাইতি সহ অন্যান্যরা।এই অনুষ্ঠানের পুরো দায়িত্ব সামলালেন অর্গানাইজেশন নেত্রী রিতা বেরা।

এদিন অর্গানাইজেশন সম্পাদিকা রিতা বেরা বলেন,”মূলত মানুষের প্রয়োজনেই এই শিবিরের আয়োজন।এ বছরই এই শিবির প্রায় ষষ্ঠ বর্ষে পদার্পণ করলো।প্রতিবছরই আমরা এই শিবিরের আয়োজন করে থাকি যাতে হাসপাতালে ব্লাড ব্যাংক গুলি থেকে মানুষ রক্তের সংকটে মারা না যায়।আমাদের শিবির উৎসবের আকারেই পালিত হলো আজ।



Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in