
নিজস্ব প্রতিনিধি,খড়গপুর:
ভিডিও নিয়ে কড়া বার্তা বিজেপি নেতা দিলীপ ঘোষের। বললেন অভিযোগ জানিয়েছি পুলিশে,ব্যবস্থা না নিলে কোর্টের দ্বারস্থ হব।পাশাপাশি তিনি বলেন আমি গভীর ষড়যন্ত্র, চক্রান্তের শিকার তবে এ লড়াইটা আমার নিজস্ব,তাই আমি লড়বো নিজেও একা।

এবার ভিডিও নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হওয়ার কথা জানিয়ে দিলেন মেদিনীপুরের প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ।প্রসঙ্গত গত ২৫ শে জুলাই থেকেই একটি ভিডিও বিভিন্ন সোশ্যাল মাধ্যমে ছড়িয়ে পড়ে। যাতে দেখা যায় একজন পুরুষ একজন মহিলার সঙ্গে সঙ্গমে লিপ্ত হয়েছে।যদিও এই নিয়ে ট্রোল হওয়া শুরু হয় এবং সেই ভিডিও বিজেপি প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষের বলেই অনেকের ট্রল করা শুরু করে।সেই সঙ্গে শুরু হয় কটাক্ষ।যদিও এই ভিডিও নিয়ে রীতিমত ক্ষুব্ধ হন এই বিজেপি নেতা।তিনি তার বিরুদ্ধে ষড়যন্ত্র ও চক্রান্তের অভিযোগ করে বসেন।এদিন তিনি এই ভিডিও সম্পর্কে পাল্টা বলেন,”গত ২৫ জুলাই সকাল থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে,একটি ভিডিও প্রচার করা হয়েছে যা খুবই নোংরা ধরণের।যেখানে, স্ত্রী-পুরুষ চরিত্র দেখা যাচ্ছে।তাঁদের মধ্যে,যে পুরুষ চরিত্র,তার সঙ্গে আমার নাম যুক্ত করার চেষ্টা হয়েছে।

ভিডিও ঠিক,কি ভুল,তৈরি করা কিনা,কোন চরিত্র,কারা করেছে,আমরা কিছু জানি না।কিন্তু এর দ্বারা আমার ব্যক্তি চরিত্রকে হনন করার,আমার ইমেজকে ধ্বংস করার,চেষ্টা করা হয়েছে।একটি ষড়যন্ত্র চলছে অনেক দিন।সেই চক্র থেকে এটি করা হয়েছে। সেই জন্য আমার মনে হয়েছে,এর সত্য সামনে আসা উচিত। যারা এই চক্রান্ত করছে,তাঁদেরকে আইনের সামনে আনা উচিত।আমি পুলিশের সাইবার ক্রাইমে অভিযোগ জানিয়েছি।’তিনি আরও বলেন,এই ঘটনায় কে আছে, কে না আছে,সন্দেহের বশে কিছু বলা সম্ভব নয়।সব হতে পারে,একাধিক ঘটনা ঘটেছে।একাধিক লোক থাকে তার মধ্যে,সব সম্ভব।সেই জন্য আমরা আইনের দ্বারস্থ হয়েছি,আইন দেখবে।পুলিশ যদি এমনি না করে,আমি হাইকোর্টেও যাব।’

প্রসঙ্গত উল্লেখ্য,এর আগেও এই ধরনের রাজনৈতিক নেতা-নেত্রীদের ভিডিও প্রকাশ্যে এসেছিল। যা নিয়ে রীতিমতো ট্রোল হওয়ার পাশাপাশি নিন্দার ঝড় উঠেছিল রাজনৈতিক মহলে।