Suvendu Adhikari: আপনি কে হরিদাস, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের কাছে ক্ষমা চান!ঝাড়গ্রামে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তিতে উত্তরীয় বরণ নিয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ শুভেন্দুর

Share

নিজস্ব প্রতিনিধি,ঘাটাল:

বন্যা দুর্গত ঘাটালবাসীদের নিয়ে ঘাটালে পদযাত্রায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।ঘাটালের কলেজ মোড় থেকে বিদ্যাসাগর সেতু পর্যন্ত পদযাত্রায় হাঁটেন বিরোধী দলনেতা,পদযাত্রা শেষে বিদ্যাসাগর সেতুর সামনে একটি পথসভাও করেন তিনি।রাজ্য সরকারের প্রতিশ্রুতি সত্বেও ঘাটাল মাস্টার প্লান রূপায়ন না হওয়া,বন্যা দুর্গতদের পর্যাপ্ত ত্রাণ বিতরণের দাবি সহ বানভাসি ঘাটাল বাসীদের হয়ে আজ ঘাটালে প্রতিবাদ মিছিল ও পথসভা বিরোধী দলনেতার।

মুখ্যমন্ত্রী চলে যাওয়ার পরের দিনই বন্যা দুর্গত ঘাটাল বাসীদের নিয়ে ঘাটালে পদযাত্রায় সামিল হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।এদিন তিনি এলাকার মানুষজনকে নিয়ে কয়েক কিলোমিটার পথে যাত্রা করেন এবং শেষে একটি পথসভা করেন বিদ্যাসাগর সেতুর সামনে।এই পথসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি তীব্র ভাষায় কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় কে।এইদিন শুভেন্দু অধিকারী,ঝাড়গ্রামে মুখ্যমন্ত্রীর বিদ্যাসাগরের মূর্তিতে উত্তর দিয়ে বরণ করা নিয়ে তিনি বলেন,’আমরা বীর সিংহের শিশু বিদ্যাসাগর অর্থাৎ মেদিনীপুরের লোক আমরা।এরপর মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করতে গিয়ে বলেন এই অহংকারী দাম্ভিক দুর্নীতি শিরোমনি গোটা বাংলাকে শেষ করে দিয়েছে।তিনি বলেন চাকরি নেই,শিল্প নেই আলু চাষ এবং ধান চাষ শেষ করে দিয়েছে এই মুখ্যমন্ত্রী।

এরপর ঝাড়গ্রামে মুখ্যমন্ত্রীর বরণ নিয়ে বলতে তিনি বলেন,”মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়গ্রামে যা করেছেন প্রাতস্মরণীয় ঈশ্বরচন্দ্র বন্দোপাধ্যায়ের অপমান ছাড়া আর কিছু নয়।পাশাপাশি বলেন উনি এতটাই দাম্ভিক এবং উনার অভাব আছে তাই নিজের উত্তরীয় দিয়েই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কে বরণ করেছেন এবং তিনি নিজে করেননি বরং ঝাড় গ্রামের পুলিশকে দিয়ে করেছেন।এই ঘটনায় অবিলম্বে মমতা ব্যানার্জিকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি করেন বিরোধী দলনেতা। এইদিন মুখ্যমন্ত্রীকে হরিদাস বলেও কটাক্ষ করেন শুভেন্দু।এরপর অভিষেক বন্দ্যোপাধ্যায় কে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন আমরা যেখানে বর্ণপরিচয় স্রষ্টা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কে প্রণাম করি সেখানে ২০২১ এর বিধানসভা নির্বাচনে প্রচারে গিয়ে বর্ণপরিচয় স্রষ্টা সতীশ সামন্ত বলে পরিচয় দিচ্ছেন,উনি আরও বড় জ্ঞানী।

এরপর রোহিঙ্গা নিয়ে মন্তব্য করতে গিয়ে বলেন বাংলাদেশী এবং রোহিঙ্গারা ভোটার তালিকা থেকে বাদ গেলে দিদি ২০০২৬ এর ভোটে চিত পটাং হয়ে যাবে। তাই তারা নানা ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করছে।যদিও ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে শুভেন্দু অধিকারী বক্তব্য আপনারা ২০২৬ এ বিজেপিকে ক্ষমতায় আনুন আমরা ক্ষমতায় এলে ঘাটাল মাস্টার প্ল্যান করে দেব কারণ ২০১০ সালে এলাকায় কেলেঘাই কোপালেশ্বরি বামেদের দ্বারা হয়েছিল কখনও তৃণমূল সরকারের আমলে হয়নি।

প্রসঙ্গত উল্লেখ্য,বিরোধী দলনেতার সফরের আগে গত ৫ ই আগস্ট মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘাটালের বন্যা পরিদর্শনে এসেছিলেন এবং এসে পুজোর পর ঘাটাল মাস্টার রূপায়ণের কথা বলে যান।যদিও তার পরের দিনে অর্থাৎ এই দিন শুভেন্দু অধিকারী এই ঘাটালের বানভাসি মানুষদেরকে নিয়ে মিছিল করেন এই ঘাটালে। সেখানে বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল নেত্রী,তৃণমূল যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল নেতাদের কটাক্ষ করেন।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in