train Accident:ফের দুই মালগাড়ির মুখোমুখি সংঘর্ষ! আহত জওয়ান, মৃত্যু লোকো পাইলটের

Share

ঝাড়খণ্ড 9 ই আগস্ট:

ফের মুখোমুখি দুই মাল গাড়ি।ঝাড়খণ্ডের চাণ্ডিল স্টেশনের কাছে দু’টি মালগাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়েছে। দক্ষিণ-পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, দু’টি মালগাড়ি মিলিয়ে প্রায় ২০টি কামরা লাইনচ্যুত হয়েছে। বাতিল হয়েছে দক্ষিণ-পূর্ব রেলের চাণ্ডিল-টাটানগর শাখার বহু ট্রেন।শনিবার ভোর ৪টে নাগাদ ঝাড়খণ্ডের সেরাইকেলা-খারসওয়ান জেলায় এই ঘটনা হয়েছে।রেলসুত্র অনুযায়ী এই ঘটনায় দুজন লোকো পাইলটের মৃত্যু হয়েছে,আহত হয়েছে চার CISF জওয়ান।

রেল দুর্ঘটনা পিছু ছাড়ছে নিয়ে ভারতীয় রেলের।এবার ঝাড়খন্ডে মুখোমুখি সংঘর্ষ দুই মাল গাড়ি।এই ঘটনায় লাইনচ্যুত কুড়িটি বগি।এই ঘটনায় ২ লোকো পাইলটের মৃত্যু,আহত চার সিআইএসএফের জওয়ান।রেল সূত্রের খবর,শনিবার লোহাবোঝাই একটি মালগাড়ি টাটানগর থেকে পুরুলিয়া যাচ্ছিল।ভোরে আদ্রা ডিভিশনের চাণ্ডিল স্টেশন পার হতেই সেটি লাইনচ্যুত হয়ে পাশের লাইনে পড়ে যায়।সে সময় পাশের লাইনে উল্টো দিক থেকে আসছিল আরও একটি মালগাড়ি।পুরুলিয়াগামী মালগাড়ির সঙ্গে সেই মালগাড়ি মুখোমুখি ধাক্কা খায়।তার পরে দ্বিতীয় মালগাড়িরও কয়েকটি কামরা লাইনচ্যুত হয়।দক্ষিণ-পূর্ব রেলের সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার (আদ্রা ডিভিশন) বিকাশ কুমার সাংবাদিকদের জানিয়েছেন, চাণ্ডিল থেকে আপ এবং ডাউন, দুই লাইনের ট্রেন চলাচল ব্যাহত হয়েছে।

যদিও এই ঘটনার পরই অতি দ্রুত লাইন থেকে মালগাড়ির কামরা সরানোর কাজ চালাচ্ছে রেল কর্তৃপক্ষ।তবে বেশ কয়েক জোড়া ট্রেন বাতিল হয়েছে সেই সঙ্গে বেশ কয়েকটি ট্রেন ঘুরপথে চলছে।কিছু ট্রেন বাতিল করা হয়েছে।

সেই তালিকায় রয়েছে পটনা-টাটানগর বন্দে ভারত এক্সপ্রেস,টাটানগর- কাটিহার এক্সপ্রেস,কাটিহার-টাটানগর এক্সপ্রেস। কী ভাবে এই ঘটনা হল, তা তদন্ত করে দেখছে রেল।





Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in