Fake Voter:মেদিনীপুরে এবার ভুয়ো ভোটারের খোঁজ! বিএল ও উপর দোষ চাপিয়ে দায়িত্ব এড়ালো শাসক দল

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:

নির্বাচন কমিশন রাজ্যে এস আই আর চালু করতেই নতুন করে ভুয়ো ভোটার,মৃত ভোটার নিয়ে সেসঙ্গে বাংলাদেশী ভোটার নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা দেশজুড়ে।এবার খোদ জেলা শহরে কালগাং মালিয়াড়া এলাকায় পাওয়া গেল ভুয়ো ভোটারের খোঁজ। যদি ওই ঘটনায় বিজেপির অভিযোগের পাশাপাশি অভিযোগ স্বীকার করেছে শাসক দল।তারা দোষ চাপিয়েছে BLO এর উপর।

এখন গোটা রাজ্য ও রাজনীতি ভুয়ো ভোটার, মৃত ভোটার সেই সঙ্গে বাংলাদেশী ভোটার নেই সরগরম।এই পরিস্থিতিতে খোদ মেদিনীপুর শহরের পাওয়া গেল ভুয়ো ভোটারের খোঁজ,যা নিয়ে নতুন করে চাঞ্চল্য জেলা শহরে।মেদিনীপুর সদর বিধানসভা কেন্দ্রের কালগাং মালিয়াড়া ১৩১ নং বুথে মিললো ভুয়ো ভোটারের হদিশ।

বুথ নাম্বার ১৩১ (মালিয়াড়া এলাকা)
মোট ভোটার – ১২১৯
ভুয়া ভোটার – ১
ভুয়া ভোটারের নাম – রবীন্দ্রনাথ অধিকারী,
বাড়ির নাম্বার – ২১৮, ক্রমিক সংখ্যা – ২৯।

অভিযোগ,একই বাড়ির নম্বরে রয়েছে রবীন্দ্রনাথ মাহালির ভোটার কার্ড।আর সেই বাড়ির নম্বরেই ভোটার কার্ড হয়েছে রবীন্দ্রনাথ অধিকারীর।বিজেপির অভিযোগ,রবীন্দ্রনাথ অধিকারীর নামটাই ভুয়া।এই নামে এই এলাকায় কোন ভোটার নেই।যদিও অভিযোগ স্বীকার করে নিয়েছে শাসকদল তৃণমূল।তারাও জানিয়েছে এই নামটি ভুয়া ভোটারের।রবীন্দ্রনাথ মাহালীর পরিবারের সদস্যরা জানিয়েছেন,এই নামের কোন ব্যক্তি এই বাড়িতে থাকে না।বুথের দায়িত্বপ্রাপ্ত তৃণমূল নেতা স্বীকার করে নিয়েছেন ভুয়া ভোটার এর পাশাপাশি নাম তালিকায় থাকার বিষয়টি। BLO র ঘাড়ে দোষ চাপিয়েছেন তিনি।

এ বিষয়ে বিজেপি নেতা তথা প্রাক্তন পঞ্চায়েত সদস্য নিরঞ্জন হালদার বলেন,”আমাদের এই ১৩১ নাম্বার বুথের প্রায় ৭০-৮০ জন মৃত ভোটারের পাশাপাশি বেশ কিছু ভুয়ো ভোট রয়েছে।এরা একজনের নামে একাধিক তালিকাভুক্ত।যেখানে শুধু নাম এক পদবী আলাদা।কোথাও নাম চেঞ্জ করেছে।যাদের এই এলাকায় কোন হদিস নেই।আমরা এই নিয়ে এর আগে বহুবার বিডিও অফিসে আবেদন নিবেদন করেছি এবং সেগুলোকে বাদ দেওয়ার জন্য কিন্তু তা করেনি সংশ্লিষ্ট আধিকারিক যদিও বর্তমানে তৃণমূলের পঞ্চায়েত সদস্য আর তারা এগুলোকে তালিকাভুক্ত করে রেখেছে ফেক ভোট দেওয়ার জন্য সেই সঙ্গে ভোটে জালিয়াতি করার জন্য।

যদিও অন্যদিকে অভিযোগ স্বীকার করে নিয়েছে তৃণমূল।এলাকার তৃণমূল নেতা রবীন্দ্রনাথ দাস বলেন,”আমাদের এখানে বেশ কিছু মৃত ভোটার রয়েছে সেই সঙ্গে রয়েছে ভুয়া ভোটার।আমরা এই নিয়ে এর আগেও বলেছি বি এল ও কে। কিন্তু রেশন কার্ড বাদ দিলে তারা ভোটার লিস্ট থেকে নাম বাদ দেয়নি। পাশাপাশি তিনি কটাক্ষ করে বলেন বিজেপির এখন আর কোন কাজ নেই।উন্নয়ন না করে বরং এইসব রাজনীতি করতে চাইছে এই এলাকায়।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in