
দিল্লি 17 ই আগস্ট:
মায়ের চরিত্র ভালো নয়।আচমকা বহু বছর পর নাকি তাঁর অতীতের জীবনের ঘটনা জানতে পেরেছে ছেলে।এমন কথা শুনে দেরি না-করে বাবা’কে ফোন করে সবটা জানায় সে।তার সন্দেহ, মা অন্য কারও সঙ্গে সম্পর্কে জড়িয়ে তাদের ঠকাচ্ছেন।সে সময় বাবা, মা ও বোন গিয়েছিলেন সৌদি আরব সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে,তাঁরা সেখানে তীর্থযাত্রায় গিয়েছিলেন।মা দিল্লি ফিরে আসতেই শুরু হয় হেনস্থা।ছেলে তাঁকে লাগাতার ধর্ষণ করে বলেও অভিযোগ।ঘটনার কথা পুলিশকে জানিয়েছেন, নির্যাতিতার 25 বছরের মেয়ে ৷

জঘন্য থেকে জঘন্য তম অপরাধ দিল্লিতে।পরকীয়া সন্দেহে মায়ের ওপর অত্যাচার,লাথি কিল চড় ঘুষি সঙ্গে ছুরি দিয়ে মারার অভিযোগ।অবশেষে মেয়ের অভিযোগ থানায়।ঘটনাচক্রে জানা যায় সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, গত 25 জুলাই সৌদি আরবে হজ করতে গিয়েছিলেন 65 বছরের ওই নির্যাতিতা ৷ সঙ্গে গিয়েছিলেন তাঁর 75 বছরের স্বামী ও 25 বছরের মেয়ে ৷ সেখান থেকে তাঁরা ফেরেন গত 1 অগস্ট। সৌদিতে থাকাকালীন ছেলে বারবার বাবাকে ফোন করত। ছেলের দাবি, মায়ের ‘চরিত্র খারাপ’। অন্য পুরুষের সঙ্গে তাঁর সম্পর্ক রয়েছে। মায়ের সঙ্গে অতীতে ঘটে যাওয়া এমনকিছু ঘটনা সে নাকি জানতে পেরেছে ৷ তাই দিল্লি ফিরেই মায়ের সঙ্গে বিবাহবিচ্ছেদ করা উচিত, বাবাকে এমনই পরামর্শ দিয়েছিল অভিযুক্ত।বাড়ি ফিরতেই 39 বছরের ছেলে মায়ের সঙ্গে অকথ্য অত্যাচার করতে শুরু করে ৷ শারীরিকভাবে হেনস্থা করা হয়।

এমনকি দরজা বন্ধ করে, মা-কে ছুরি নিয়ে প্রাণে মেরে ফেলার ভয়ও দেখায় ৷ কিল, চড় থেকে ঘুষি এমনকী লাথিও মারতে থাকে ৷ এরপর তাঁকে একাধিকবার ধর্ষণ করা হয় বলে অভিযোগ ৷এই ঘটনার কথা জানাজানি হলে পরিবারের সম্মান নষ্ট হতে পারে এই আশঙ্কায় পুলিশের দ্বারস্থ হতে চাননি মা ৷ কিন্তু 25 বছরের মেয়ে এমন ঘটনা আর চেপে রাখতে পারেননি ৷ মা-কে নিয়ে স্থানীয় পুলিশের দ্বারস্থ হন তিনি।

সংবাদসংস্থা পিটিআইকে স্থানীয় থানার এক আধি কারিক জানিয়েছেন, মেয়ের বয়স আনুমানিক 25 বছর ৷ তিনি মা-কে নিয়ে তাঁদের থানায় আসেন ৷ সমস্ত কথা খুলে বলেন ৷ বোনের অভিযোগ তাঁর দাদা সম্প্রতি, মা-কে একাধিকবার ধর্ষণ করেছে। মায়ের গায়ে হাতও তুলেছে ৷ গত 1 অগস্ট ওই পরিবার সৌদি থেকে বাড়ি ফিরে আসার পর, দাদা মা-কে মারধর করা শুরু করে ৷ দিনের পর দিন যৌন নির্যাতনও করে।ভয়ে কিছু দিনের জন্য মা দিদির শ্বশুরবাড়িতে থাকতে যান।

ফিরে এসেও রেহাই পাননি।নির্যাতিতার মেয়ে আরও জানান, গত 11 অগস্ট, রাত সাড়ে ন’টা নাগাদ দিদির বাড়ি থেকে তাঁদের হাউজ কাজি এলাকায় বাড়িতে ফিরে আসেন মা ৷ সে সময় দাদা জানায়, মায়ের সঙ্গে আলাদা করে কিছু কথা বলতে চায় ৷ মা না-করলেও সে জোর করে ৷ পরে ঘরের দরজা বন্ধ করে আবারও মারধর এবং ধর্ষণ করে ৷পুলিশের ওই আধিকারিক আরও জানিয়েছেন, ভয় ও লজ্জার কারণে, বৃদ্ধা তাৎক্ষণিকভাবে ঘটনাটি সামনে আনতে চাননি ৷ তিনি মেয়ের সঙ্গে একই ঘরে ঘুমোতেন। 14 অগস্ট ভোর সাড়ে 3টে নাগাদ অভিযুক্ত ছেলে আবারও মা-কে ধর্ষণ করে ৷ তারপরই মা ও মেয়ে আর থাকতে না-পেরে পুলিশের দ্বারস্থ হন।

ভারতীয় ন্যস সংহিতার (BNS)-সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করে তদন্ত শুরু করা হয়েছে। অভিযুক্ত ছেলে গ্র্যাজুয়েট ৷ কিন্তু বর্তমানে সে বেকার ৷ অন্যদিকে, নির্যাতিতা গৃহবধর স্বামী অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী।