Fake signature: জাল সই করিয়ে সম্পত্তি হাতিয়ে মাকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ ছেলের বিরুদ্ধে!কোর্টের দ্বারস্থ বৃদ্ধা

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর :

স্বামী গত হওয়ায় বৃদ্ধা থাকেন তার এক ছেলে এবং বৌমাকে সঙ্গে নিয়ে।কিন্তু রাতারাতি ভুল বুঝিয়ে সই জাল করে বাড়ির সম্পত্তি লিখে নেওয়ার অভিযোগ ছেলের বিরুদ্ধে। এরই সঙ্গে ছেলে এবং বৌমা মিলে মারধর,অশান্তি এবং বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার হুমকি।অবশেষে থানায় অভিযোগের পাশাপাশি কোর্টের দ্বারস্থ হলো বৃদ্ধা।আবেদন বাড়ি ফিরিয়ে দেওয়ার।

এবার ছেলের বিরুদ্ধে মাকে তাড়িয়ে দিয়ে সম্পত্তি অধিকার নেওয়ার অভিযোগ উঠল নজরগঞ্জে। বৃদ্ধার অভিযোগ তার নাম মিনতি দে,তার বাড়ি নজরগঞ্জ সমাজ বাড়ি এলাকায়।তিনি তার দুই ছেলে বৌমা নাতি-নাতনি এবং স্বামীকে নিয়ে সংসার ছিল। কিন্তু স্বামী মারা যাওয়ার বাড়ি এবং সম্পত্তি সমস্ত তিনি এই স্ত্রীর নামে লিখে দিয়ে যান।বৃদ্ধা মিনতি দের অভিযোগ এর পরই বড় ছেলে বাড়ি ছেড়ে দেয়।ছোট ছেলে সুশান্ত ও বৌমাদের নিয়ে তিনি থাকতে শুরু করেন।পরবর্তীকালে তাকে দিয়ে তার এই সম্পত্তি সমস্ত জীবিতকালীন থাকা অবস্থায় তার নামে থাকবে বলেই একটি কাগজে লিখা পড়া করে নেয় ছোট ছেলে সুশান্ত।কিন্তু ওই বৃদ্ধার অভিযোগ পরবর্তীকালে তিনি জানতে পারেন তার ছেলে এই বাড়ি ঘর সমস্ত সম্পত্তি তার নিজস্ব নামে লিখে নিয়েছে। এরপরই বিভিন্ন কারণে-অকারণে বৃদ্ধা মাকে বাড়ি থেকে তাড়ানো চেষ্টা করে ছেলে এবং ছেলের বৌ।বৃদ্ধা এও অভিযোগ বহুবার তাকে মুখ বন্ধ মারার চেষ্টাও করা হয়ব্যাংকের একাউন্টে টাকা,সোনার গহনা পত্র বিভিন্ন সময় ব্যবসার নাম করে নিয়ে আর ফেরত দেয়নি তার ছেলে।এর উপর বৃদ্ধাকে আলাদা রাখতে বাধ্য করেন এবং তিনি তার বিধবা ভাতার টাকা দিয়ে কোনোক্রমে দুমুঠো খেয়ে পড়ে দিন কাটাচ্ছিলেন।এরপরই ওই মিনতি দেবী তার ছেলে বৌমার নামে মারধরের অভিযোগ নিয়ে থানার পাশাপাশি কোর্টের দ্বারস্থ হন। তিনি তাতে অভিযোগ করেন যে তাকে ব্যায়ভার দিতে হবে এবং এরই সঙ্গে তার স্বামীর সম্পত্তি যেটা তার কাছ থেকে জোর করে নিয়ে নিয়েছে তা ফিরিয়ে দিতে হবে।এই নিয়ে চাঞ্চল্য দেখা দেয়।

যদিও বৃদ্ধার আইনজীবী সমরেশ চক্রবর্তী বলেন তারা এই বিষয়টি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হবেন। যাতে ওই বৃদ্ধা তার স্বামীর সম্পত্তি ফিরে পায় তার আবেদনই করবেন তারা।


Share

dnews.in