
মেদিনীপুর 6 ই সেপ্টেম্বর:
রাত পোহালেই নবম বেশী দশম শ্রেণীর পরীক্ষা। ইতিমধ্যে কড়া প্রস্তুতি গোটা রাজ্যের সঙ্গে জেলায় জেলায়। এদিন মেদিনীপুর কলেজে সেই প্রস্তুতি ছবি দেখা গেল। রুমে রুমে চলছে রোল নাম্বার চেটানোর কাজ।এবারে কমিশন থেকে মেটাল ডিটেক্টর এ চেকিং করা হবে।তবে পাশাপাশি স্বচ্ছ কলম দেওয়া হবে পরীক্ষার্থীদের পরীক্ষা দেওয়ার জন্য সূত্রে জানা যায়।

রাত ফুরোলেই নবম দশম শ্রেণীতে শিক্ষক নিয়োগের পরীক্ষা, আর তারই প্রস্তুতি এখন তুঙ্গে জেলা শহরে। প্রসঙ্গত,বহু তর্ক বিতর্কের পর অবশেষে নবম দশম শ্রেণীর নিয়োগের পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে ৭ ই সেপ্টেম্বর রবিবার। সূত্র অনুযায়ী রবিবার নবম ও দশম শ্রেণির শিক্ষক নিয়োগের পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা ৩ লক্ষ ১৯ হাজার ৯১৯ এবং পরের রবিবার ১৪ সেপ্টেম্বর হবে একাদশ–দ্বাদশের পরীক্ষা। সে দিন এই সংখ্যাটা প্রায় ২ লক্ষ ৪৬ হাজার, এ দিন জানায় কমিশন।এই পরীক্ষা সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে সতর্ক স্কুল সার্ভিস কমিশন।এবারে নবম-দশম শ্রেণিতে শিক্ষক নিয়োগের পরীক্ষার্থীর সংখ্যা অন্তত ৩ লাখ ১৯ হাজার।পরীক্ষার্থীদের কী কী নিয়ম মানতে হবে,শনিবার তা কড়া ভাবে জানিয়ে দিয়েছে চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার।এবারে মোট ৬৩৬টি কেন্দ্রে পরীক্ষা হবে। এদিন মেদিনীপুর কলেজে সেই চিত্রই দেখা গেল।

কড়া নিরাপত্তায় দুপুর থেকে চলে টেবিলে রোল নাম্বার চেটানোর কাজ। সূত্র অনুযায়ী এই পরীক্ষা শুরু হবে দুপুর ১২টা থেকে।তার আগে সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে প্রশ্নপত্র পৌঁছে যাবে পরীক্ষাকেন্দ্রে। প্রশ্নপত্র বিতরণ শুরু হবে সকাল ১১টা ৪৫ থেকে।পরীক্ষাকেন্দ্রে প্রবেশের শেষ সময় সকাল ১১টা ৪৫। আর যে ঘরে পরীক্ষা হবে, সেখানে প্রবেশের শেষ সময় বেলা ১২টা।এবারে পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার্থীদের দেহ তল্লাশি হবে মেটাল ডিটেক্টর দিয়ে।তবে এসএসসি-ও পরীক্ষার্থীদের জন্য কলমের ব্যবস্থা করবে।পরীক্ষা হলে কেউ ফোন নিয়ে যেতে পারবেন না। স্মার্ট ঘড়ি বা ক্যালকুলেটরও নিয়ে যাওয়া যাবে না।জলের বোতল আনলে তা স্বচ্ছ হতে হবে। হতে হবে স্বচ্ছ কলমও। প্রথমটি হবে ৭ ই সেপ্টেম্বর দ্বিতীয় পরীক্ষাটি একাদশ ও দ্বাদশ শ্রেণির পরীক্ষাটি হবে ১৪ ই সেপ্টেম্বর।এরই সঙ্গে অ্যাডমিট কার্ড বা অন্যান্য প্রয়োজনীয় নথি ফোল্ডারে নিয়ে গেলে, তা-ও স্বচ্ছ হতে হবে।

প্রসঙ্গত উল্লেখ্য,গতকাল শুক্রবার এই পরীক্ষার সংক্রান্ত ব্যাপার নিয়ে একটি ভুয়ো পোস্ট করার অপরাধে এক ব্যক্তিকে ইতিমধ্যে গ্রেফতার করেছে জেলা পুলিশ প্রশাসন। সেই সঙ্গে কোন রকম পোস্ট করলে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে কড়া অবস্থান জেলা পুলিশের। তারই মধ্যে এই পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে দুটো ফেজে।

এই বিষয়ে মেদিনীপুর কলেজের দায়িত্বে থাকা অধ্যক্ষ সত্য রঞ্জন ঘোষ বলেন কড়া নিরাপত্তার সঙ্গে এই পরীক্ষায় এবারে অনুষ্ঠিত হতে চলেছে।আমরা সব রকম প্রস্তুতি নিয়ে ফেলেছি। যেরকম যেরকম কমিশন বলেছে সেই রকমই ব্যবস্থা করা হচ্ছে। এরই সঙ্গে মেটাল ডিটেক্টর রাখা হচ্ছে এই পরীক্ষায়।