Chotobazar Pujo:পুরুষের পাশাপাশি নারীদের আত্মত্যাগে এসেছিল স্বাধীনতা, বাংলার নারীদের নিয়ে ছোট বাজার পুজো কমিটির থিম বহ্নিশিখা

Share

ছোট বাজার 19 ই সেপ্টেম্বর:

ভারতেই স্বাধীনতা সংগ্রামে মহিলাদের আত্মত্যাগের কাহিনী তুলে ধরতে মেদিনীপুরের বিগ বাজেটের অন্যতম পূজা মন্ডপ ছোটবাজার দুর্গোৎসব কমিটির এবারের থিম বহ্নিশিখা। ১২ লক্ষ টাকা বাজেটের এই থিমে থাকছে মহিলাদের আত্মত্যাগের কাহিনীর।

ভারতীয় স্বাধীনতার সংগ্রামে বাংলার বিপ্লবীদের ভূমিকা অনস্বীকার্য।ইতিহাসের পাতা উল্টালে আমরা কেবলমাত্র কিছু বাঙালি পুরুষ বিপ্লবীর কথা জানতে পারি।কিন্তু বাকিদের খোঁজ নেই না কেউ।এই পুরুষের পাশাপাশি তাদের সঙ্গে পায়ে পা মিলিয়ে এই জীবন লড়াই করেছিল বাংলার মহিলারা।এরকমই অনেক বিপ্লবী মহিলা আজও ইতিহাসের পৃষ্ঠা থেকে উধাও হয়ে গিয়েছে।যেমন রানি শিরোমণি,মাতঙ্গিনী হাজরা,সুনীতি চৌধুরী,বীণা দাস, বেগম হজরত মহল,হেলেন লেপচা, প্রীতি ওয়াদ্দেদার, কল্পনা দত্ত,বিজয় লক্ষী পণ্ডিত,বেগম রোয়েকা, সৌদামিনী পাহাড়ি,সত্যবতী,ফুল বানো সহ অন্যান্যরা।এইরকম অনেক বহ্নিশিখারা রয়েছে এই বাংলায়,তাদের কে স্মরণ করে এবারে জেলা শহরের অন্যতম বিগ বাজেটের পুজোর থিম বহ্নিশিখা। প্রায় ৮৩ বছরে পদার্পণকারী এই পুজোর এবারের বাজেট ১২ লক্ষ টাকা।

প্রসঙ্গত,মেদিনীপুর জেলা শহরে যে কয়েকটি বিগ বাজেটের পুজো হয় তার মধ্যে এক অন্যতম হলো এই ছোট বাজার দুর্গোৎসব কমিটি।প্রতিবছরই তারা একের পর এক থিম উপহার দিয়ে এসেছেন এই মেদিনীপুর বাসীকে,এবারও তারা কোন অংশে পিছিয়ে নেই। কিন্তু বর্তমানে টানা বৃষ্টি সেইসঙ্গে অনলাইন ও মলের দাপটে ব্যবসার পরিস্থিতি খারাপ হওয়ায় চাঁদার পরিমাণ কম। ফলে বাজেট কাটছাঁট করে অবশেষে ১২ লক্ষ টাকায় এই থিমের প্যান্ডেল করে তুলছেন।এর সঙ্গে থাকছে প্রতিমাতেও সেই বহ্নিশিখার রূপ।চলছে তারই জোর প্রস্তুতি। দিনের পাশাপাশি রাতেও লাইট জ্বালিয়ে চলছে তড়িঘড়ি মন্ডপ তৈরি করার কাজ।

এ বিষয়ে পুজো কমিটির সম্পাদক অরুন চৌধুরী বলেন,”ভারতের স্বাধীনতা সংগ্রামে পুরুষদের পাশাপাশি কখনোই পিছিয়ে ছিল না মেয়েরা অথচ সেই মেয়েদের ভূমিকা কথা আমরা অনেকেই জানিনা এবং বলতে পারি না।অনেক ক্ষেত্রে তাদের স্মরণও করে না কেউই। তাই তাদের আত্মত্যাগের কাহিনী তুলে ধরতে আমাদের এ বছরের থিম বহ্নিশিখা।বিশেষ করে এই বাংলার আনাচে-কানাচে বহু বহ্নিশিখা মহিলারা যারা নিজেদের ভাই,দাদা,ছেলেদের বাঁচাতে নিজেদের আত্মত্যাগ করেছেন।আশা করছি জনসমাগম হবে আমাদের এই থিমের মন্ডপে।”

অন্যদিকে আর এক সেক্রেটারি পৃথ্বীশ দাস বলেন,”এই সমাজে মহিলাদেরকে বাদ দিয়ে কোন কিছুই করা সম্ভব নয়।আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামে মহাত্মা গান্ধী জহরলাল নেহেরু বাদেও বহু মহিলা বিপ্লবী এবং মহিলাদের আত্মত্যাগ ছিল এই ভারতের স্বাধীনতা সংগ্রামে।তাদের আমরা সেই ভাবে কোনভাবে কোনদিন মনে করিনি।তাই তাদের বলিদান কখনো যেন বৃথা না যায়।তাদের আত্মত্যাগের কাহিনী তুলে ধরতে আমাদের এই মন্ডপ।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in