Cornelgola Puja: বিপ্লবীদের পুজো 92 তম বর্ষে!কর্নেল গোলা আদি সর্বজনীন দুর্গোৎসব এবারের পুজো উৎসর্গ ঋষি রাজনারায়ণ বসুর উদ্দেশ্যে

Share

কর্নেলগোলা 28 সে সেপ্টেম্বর:

স্বাধীনতা আন্দোলনে বিপ্লবীদের একজোট করতে শুরু করা হয়েছিল এই দুর্গাপুজোর যা ৯২ তম বর্ষে পদার্পণ করলো এ বছর। তবে এখনো মা স্বদেশী গহনা পরেই বিরাজমান হন পরেন না কোন বিদেশী দ্রব্য।সেই ট্রাডিশন বজায় রেখেছে বর্তমান সমিতির লোকজন। মুখ্যমন্ত্রীর হাত ধরে উদ্বোধন হলো বিপ্লবীদের পূজা।

ইংরেজ রাজত্বকালে গোটা দেশজুড়ে যে বিপ্লবিক আন্দোলন শুরু হয়েছিল তার মধ্যে সবচেয়ে বড় আত্মত্যাগ ছিল এই বাংলার বিপ্লবীদের।ইংরেজদের কঠোর দমননীতির কাছে মাথা না নুইয়ে বরং চোখে চোখ রেখে লড়াই করেছিলেন,তারা দিয়েছিলেন প্রত্যুত্তর।এরকমই কুখ্যাত তিন ম্যাজিস্ট্রেট পেডি,বার্জ ও ডগলাসকে পরপর তিন বছর ক্ষমতা থাকাকালীন প্রকাশ্যে গুলি করে হত্যা করেছিল বাংলার বিপ্লবীরা। যদিও তারপরই পি জে গ্রীফিথ নামক একজন (ICS)কে পাঠিয়েছিল মেদিনীপুরে ইংরেজরা বিপ্লবীদের দমন করার জন্য।তিনি সেই সময় নাইট কর চাপিয়ে এক্সট্রা করে মেদিনীপুর জনসাধারণ উপর ৬৮ হাজার টাকার অতিরিক্ত কর চাপিয়েছিলেন। যাতে বিপ্লবীরা ছিন্ন বিচ্ছিন্ন করা যায়। কিন্তু তৎকালীন সময় বীরেন্দ্রলাল শাসমলের নেতৃত্বে বিপ্লবীদের এক জোট করতে পূজোর আয়োজন করেন।এই দুর্গাপুজোর আসল উদ্দেশ্যই ছিল একসাথে দেখা করা এবং ইংরেজের বিরুদ্ধে আন্দোলন তৈরি করা।

এরপরই ভারত স্বাধীনতা পায়।তার জন্য অনেক রক্তক্ষয়ী সংগ্রাম সেই সঙ্গে আত্মহত্যাগ করেছিল এই বিপ্লবীরা।তাই সেই তৎকালীন সময় থেকে শুরু হওয়া বিপ্লবীদের পূজো এ বছর ৯২ তম বর্ষে পড়ল কর্নেল গোলা আদি সর্বজনীন দুর্গোৎসব সমিতির।এবারের পুজো উপলক্ষে জাতীয়তাবাদী চেতনার প্রাণ পুরুষ রাজ নারায়ণ বসুর ২০০ তম জন্ম জয়ন্তী সেইসঙ্গে জাতীয় প্রতীক অশোক চক্রে ৭৫ তম বর্ষপূর্তি ও কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সার্ধশত বর্ষ জন্মজয়ন্তী এবং দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের ১০০ তম মৃত্যু বার্ষিকী কে উৎসর্গ করে এই দুর্গাপুজোর আয়োজন করা হয়। এর সঙ্গে প্রকাশ করা হয় পুজো কমিটির আকর্ষণীয় স্মরণিকা।যদি ওই পুজোটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারা উদ্বোধন হয়েছে।

এ বিষয়ে কর্নেল গোলা আদি সর্বজনীন দুর্গোৎসব সমিতির সম্পাদক তীর্থঙ্কর ভকত বলেন,”তৎকালীন সময়ে এই কুখ্যাত ম্যাজিস্ট্রেট হত্যা এবং ইংরেজদের বিরুদ্ধে লড়াই করার জন্য চালু হওয়া বিপ্লবীদের পূজো এ বছর ৯২ তম বর্ষে পড়লো।পুজোর প্রধান বৈশিষ্ট্য হল গান্ধীজীর স্বদেশী নীতি।বিদেশি দ্রব্য বর্জন এবং স্বদেশী নীতির ওপর ভিত্তি করে আজও এই প্রতিমা প্রতিষ্ঠিত। আমরা এবারে জাতীয়তাবাদী চেতনা ঋষিরাজ নারায়ণ বসুকে সম্মান জানালাম,সম্মান জানালাম জাতীয় প্রতীক অশোক চক্রের ৭৫ তম বর্ষপূর্তি।

আমাদের এই পুজো মুখ্যমন্ত্রীর দ্বারা উদ্বোধন হয়েছে এবং আমরা আশা করছি প্রচুর মানুষ সমাগম হবে।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in