Sabuj Sangha:হলিউড বলিউড হিরো নয় সংকট মোচনে হিরো সেই বজরঙ্গী!56 বছরে সবুজ সংঘের থিম সংকট মোচন

Share

খড়গপুর 29 সে সেপ্টেম্বর:

সংকটমোচনে সংকটমোচন হয়ে দাঁড়িয়েছিলেন বজরংবলী হনুমান। তাই হলিউড বলিউডের থিমের দিকে না গিয়ে এবার মহাভারতের আসল হিরোর কথা তুলে ধরল সবুজ সংঘ ক্লাব।রেল শহর খড়্গপুরের সবুজ সংঘ ক্লাবের ৫৬ তম বর্ষে এবারের থিম সংকটমোচন।

স্পাইডারম্যান জুমানজি কিম্বা হলিউড বলিউডের কোন হিরো বা সিনেমার আদলে পুজোর থিম করে আসছে জেলা শহর রাজ্যের বিভিন্ন জায়গায় কিন্তু এবার সেই সব হিরোদের বাদ দিয়ে মহাভারত ও রামায়ণের উপর প্রাধান্য দিল রেল শহর খড়গপুরের সবুজ সংঘ ক্লাব। মূলত ৫৬ তম বর্ষে প্রায় ২৪ লক্ষ টাকার উপরে খরচা করে এবারের থিম সংকট মোচন।কি সেই সংকট মোচন?আসলে রামায়নে দেখা গেছে যখন রাবণের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে রামের দাদা লক্ষণ তিরবিদ্ধ হয়েছিলেন শত্রুর পক্ষের দ্বারা এবং মাটিতে পড়ে গিয়েছিলেন সেই সময় কোন অস্ত্র না কোন ঔষধ না কোন ডাক্তার ছিল।এই অবস্থায় মুশকিল আসান হয়ে দাঁড়ায় রামের প্রিয় শিষ্য বজরংবলী হনুমান।তাকে ভার দেওয়া হয় সঞ্জীবনী জড়িবুটি আনার জন্য।সেই মোতাবে বজরংবলী হনুমান পাড়ি দিয়ে সঞ্জীবনী আনতে।

কিন্তু জড়ি বুটি চিনতে না পারায় হনুমান গোটা গন্ধমাদন পর্বতকেই তুলে এনেছিলেন লক্ষণকে বাঁচানোর জন্য।যদিও অবশেষে লক্ষণ সঞ্জীবনীবুটি পেয়ে বেঁচেও উঠেছিলেন এবং লড়াই করে হারিয়েছিলেন শত্রু রাবনকে। উদ্ধার করা হয়েছিল সীতা মা কে।আর ঠিক সেই সংকটমোচনের সময় বজরংবলী হনুমান জীবন বিপন্ন করে যেভাবে লক্ষণকে বাঁচিয়েছিলেন সেই হিরোকে বর্তমান সমাজে খুব প্রয়োজন।আর তাই জন্য মহাভারতের বজরংবলী হনুমানের সাহসিকতাকে তুলে ধরতেই এবারের থিম সংকট মোচন।এই সবুজ সংঘের মন্ডপে ঢুকলেই দেখা যাবে একদিকে সীতা দেবী বসে কাঁদছেন অপরদিকে এর রাবণের লঙ্কা রাজ্য।মন্ডপে ঢোকার মুখে রয়েছে হনুমানের সঞ্জীবনী জড়িবুটি আনার দৃশ্য এবং পাশেই পড়ে রয়েছে লক্ষণ তীর বিদ্ধ অবস্থায়।আর সেই মন্ডপ দেখতে ভিড় জমাচ্ছে জেলা শহর রাজ্যের মানুষজন।

এ বিষয়ে পূজা উদ্যোক্তারা বলেন অনেক বলিউড হলিউড হিরোর কথা জানালাম রাজ্যবাসীকে।এবার আমরা জানাতে চাই আমাদের আদি আমাদের সৃষ্ট দেবতাদের।যা আমাদের ভারতবর্ষের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।তাই আমরা বজরঙ্গবলীর সেই সংকটমোচনের দৃশ্য তুলে ধরেছি মন্ডপের কোনায় কোনায়।আমরা চাই আমাদের সংস্কৃতি জানুক গোটা দেশ-বিদেশ সহ গোটা বিশ্ব।

যদিও আমাদের মন্ডপ দেখতে ইতিমধ্যে ভিড় জমাচ্ছেন হাজার হাজার দর্শনার্থী। আমরা আশা করছি এই জল কাদা ভেঙে দর্শনার্থীদের ঢল নামবে আমাদের মন্ডপে।



Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in