Prembazar Pujo: প্রকৃতির মাঝে এক টুকরো দুবাই!দুবাই সিটি দেখতে ভিড় খড়গপুর রেল শহরে

Share

প্রেমবাজার 29 সে সেপ্টেম্বর:

প্রকৃতির মাঝে প্রাচুর্যের সাথে নাম দুবাই সিটি।৬৬ বছরে ২৬ লক্ষ টাকা খরচা করে সেরকমই সৌন্দর্য গড়ে তুলল রেল শহর খড়্গপুরের প্রেমবাজার দুর্গোৎসব কমিটি। রাতের পাশাপাশি দিনের বেলায় ভিড় জমেছেন দর্শনার্থীরা। যদিও প্রকৃতির অবস্থানগত বুঝে সেই ভাবেই মন্ডপ তৈরি করেছেন পুজো উদ্যোক্তারা।তাদের বক্তব্য তাদের মন্ডপ কোনোভাবেই নষ্ট হয়ে যাবে না এই বৃষ্টিতে।

পশ্চিম মেদিনীপুর জেলার রেল শহর খড়্গপুরে প্রায় বছরই ভালো ভালো থিমের মন্ডপ সজ্জা দিয়ে প্রতিমা করা হয়,এবারও তার কমতি ছিল না কোথাও।যে কয়েকটি মন্ডপ হয় বিগ বাজেটের তার মধ্যে অন্যতম হলো প্রেম বাজার দুর্গোৎসব কমিটির দূর্গো উৎসব। এবছর এই কমিটির ২৬ লক্ষ টাকা খরচা করে গড়ে তুলেছেন কিছুটা দুবাইয়ের আদলের প্যান্ডেল।থিমের নাম প্রকৃতির মাঝে প্রাচুর্যের সাথে দুবাই।যদিও লোক মুখে প্রচারিত দুবাই সিটি হিসাবে।আর তাই দেখতে ভিড় জমাচ্ছেন আট থেকে আর আশির মানুষজন।প্রায়ই ২৬ লক্ষ টাকা খরচ করা হয়েছে এই মন্ডপ ও প্রতিমার জন্য। পুজো কমিটির বক্তব্য প্রকৃত গত অবস্থান অনুযায়ী বিভিন্ন দেশ থাকলেও দুবাই এমন একটি দেশ যেখানে ব্যাপক প্রাকৃতিক প্রাচুর্য রয়েছে।যে দেশে সরকার এবং মানুষ বুঝেছে প্রকৃতিকে কিভাবে বাঁচিয়ে রাখতে হয় কিভাবে তার সংরক্ষণ করতে হয়।

এর দ্বারা গোটা বিশ্বের কাছে এই বার্তায় তারা পৌঁছে দিয়েছে প্রকৃতি বেঁচে থাকলে মানবজাতি বেচে থাকবে।ঠিক সেই থিমের আদলেই এবারের মন্ডপসজ্জা প্রেম বাজারে। রাতের পাশাপাশি দিনের বেলাতেও ভিড় জমিয়েছেন দর্শনার্থীরা।

এ বিষয়ে পুজো উদ্যোক্তা রনজিত ঘোষ ও বিশ্বনাথ কর্মকার বলেন,”আমরা প্রতিবছরই নতুন নতুন থিম এর উপহার নিয়ে আসি এবারেও আমরা চেষ্টা করেছি জেলার মানুষকে নতুনত্ব কিছু দেওয়ার।আজকের যে প্রকৃতির অবস্থা গোটা ভারতবর্ষ জুড়ে তার কারণে প্রকৃতির প্রতি নজর না দেওয়া।তাই আমরা দুবাই থিমের মধ্যে দিয়ে বার্তা দিতে চেয়েছি কিভাবে প্রকৃতির মধ্যেখানে প্রাকৃতিক সৌন্দর্য বজায় রাখা যায়।

আমরা আশা করছি এই মন্ডপ দেখতে হাজার হাজার মানুষের সমাগম হবে এই কয়েকদিনে।



Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in