
গড়বেতা 4 ঠা অক্টোবর:
দুর্গাপুজার প্রতিমা বিসর্জনের সিদ্ধি খেয়ে অসুস্থ একাধিক,ইতিমধ্যে চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে ভর্তি প্রায় ১০ জন,বিভিন্ন হাসপাতালে ও গ্রামে বেশ কিছু অসুস্থ হয়ে রয়েছে বলে জানা যাচ্ছে।স্থানীয় সূত্রে খবর প্রায় ২৫ জনের মতো অসুস্থ হয়েছে।

পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ১ নম্বর ব্লকের লোধা গ্রামে এইদিন দুর্গাপুজোর বিসর্জন উপলক্ষে সিদ্ধির তৈরি করে তা খাওয়া হয়।সেই সিদ্ধি খেয়ে অসুস্থ হয়েছে প্রায় ২৫ জনেরও বেশি,এদের মধ্যে বেশ কয়েকজন ছোট্ট শিশুও রয়েছে।সিদ্ধি খাওয়ার বেশ কিছুক্ষণ পর থেকে শরীর অসুস্থ বোধ করতে শুরু করে সকলেরই। দেখা দেয় বমি সহ একাধিক উপসর্গ।তড়িঘড়ি পরিজনেরা বিভিন্ন হাসপাতালে তাদের ভর্তি করে।অসুস্থ ব্যক্তি ও তার পরিজনদের দাবি,”লোধা গ্রামে স্বামী দেবানন্দ আশ্রমে দুর্গা প্রতিমা বিসর্জনকে ঘিরে সিদ্ধি খেয়েছিল সকলে।যতজন সিদ্ধি খেয়েছিল সকলেই তা খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়ে।এদের মধ্যে ১০ জনকে চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতাল নিয়ে আসা হয় চিকিৎসার জন্য।

বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন সকলেই।হাসপাতালের ডিউটিরত চিকিৎসক পার্থসারথী সিট জানান,মহিলা পুরুষ বয়স্ক ও শিশু সহ ১০ জন হাসপাতালে এসেছে।তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।তাদের মধ্যে বেশ কয়েক জনের শারীরিক সমস্যা বেশি ছিল।এখানে রাখা সম্ভব হলে রাখা হবে নাহলে অন্যত্র স্থানান্তর করাও হতে পারে।”

এই বিষয়ে রোগীর পরিজন তাপস কোলে,আনন্দ বেরারা বলেন,”দেবানন্দ আশ্রমে দূর্গা পূজার ভাসান উপলক্ষে সিদ্ধি খাওয়ানো হচ্ছিল আর সেই সিদ্ধি খেয়েছে গ্রামের মানুষজন।তারপর থেকেই সমস্যায় পড়ে এবং অনেকেরই বমি পায়খানা নিয়ে ভর্তি করা হয়েছে হাসপাতালে।এই সিদ্ধি খাওয়া থেকেই এই উপসর্গ হয়েছে আমাদের। আমাদের মনে হয় এই সিদ্ধিতে এমন কিছু মেশানো হয়েছিল যার জন্যই এই ধরনের সমস্যা হয়েছে সবার।

অন্যদিকে ডিউটিরত চিকিৎসক পার্থসারথি সিট বলেন,”দুর্গা পূজার ভাসানে নিয়ে উনারা সিদ্ধি খেয়েছিল তারপর থেকে বমি পায়খানা হয়।এরপর ওদেরকে ভর্তি করা হয়।তবে আমরা কয়েকজনকে ভর্তি করেছি এবং যারা বেশি সমস্যায় ভুগছেন তাদের রেফার করা হয়েছে।