Mota Kali Puja : গরুর গাড়িতে 9 লক্ষ টাকার কালী পুজো!56 তম বর্ষে এই পুজোয় মায়ের গায়ে থাকছে সাড়ে 4 কিলো রুপোর গহনা

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর :

ভাতৃ সংঘের মোটা কালী এবারে ৫৬ তম বর্ষ। কুস্তিগীরদের দ্বারা।প্রায় ২২ ফুটের এই প্রতিমা আজ স্বমহিমায় পূজিত হন।এই বছর বাজেট ৯ লক্ষ টাকা।গরুর গাড়িতে মূর্তি গড়ে গরুর গাড়িতেই বিসর্জন।যা দেখতে ভিড় জমান রাস্তার দু ধরে শয়ে শয়ে মানুষ। এবারের বাজেটে ৯ লক্ষ যাতে রুপোর গহনা থাকছে সাড়ে চার কিলো গ্রাম।

মূলত একসময় মেদিনীপুরের এই মানিক পুর এলাকায় যারা দেহ-সৌষ্ঠব করে বিশেষ করে কুস্তিগীর তারা এই কালীপুজোর সূচনা করেছিল।এই কালি মূর্তির আকার আকৃতি ছিল কুস্তিগীরদের মত।তাই এই কালি মায়ের নাম দেওয়া হয়েছিল মোটা কালি।এক গরুর গাড়িতেই এই প্রতিমার কাঠামো তৈরি হয়,তাতে পড়ে মাটি সহ রঙ হয় এবং পুজো হয়।বলাবাহুল্য সেই গরুর গাড়িতে করেই বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে এই প্রতিমার বিসর্জনও হয়। তাই এই মোটা কালী এখন শহর ও জেলার মধ্যে এক অন্যতম কালীপুজো।শুধু পুজোতে নয় বিসর্জনেও ভিড় জমান অসংখ্য মানুষ।এবছর প্রতিমা মণ্ডপ বাদে নতুনত্ব থাকছে মায়ের রুপোর গহনা।তাই বাজেট ধরা হয়েছে প্রায় ৯ লক্ষ টাকা।প্রতিমার গায়ে থাকছে প্রায় সাড়ে কেজি রুপোর গহনা।এখন চলছে জোর প্রস্তুতি।হাতে মাত্র কয়েকটা দিন।এরপরই মোটা কালি স্বমহিমায় পূজিত হবেন এই বল্লভপুর এলাকায়।

এ বিষয়ে মোটা কালি পুজো কমিটির অন্যতম উদ্যোক্তা প্রদীপ্ত দে বক্সি বলে এবারে এই প্রতিমাতে রুপোর গহনা দিয়ে ভরিয়ে দেওয়া হবে,তাই বাজেট বাড়ানো হয়েছে।এবারে আমাদের বাজেট প্রায় ৯ লক্ষ টাকা।প্রায় সাড়ে চার কেজি রুপোর গহনা থাকছে প্রতিমার গায়ে।তাছাড়া আমাদের প্রতিমার বিসর্জন জন্য হাজার হাজার মানুষ রাস্তার দুধারে অপেক্ষা করে একটু দেখার জন্য।


Share

dnews.in