নিজস্ব প্রতিনিধি,গোপীবল্লভপুর ২ :
একদিকে রেশন দুর্নীতির মামলায় গ্রেফতার হয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী অন্যদিকে সরকারি স্টিকার দেওয়া বস্তার পর বস্তা ছোলা পড়ে থাকতে দেখেন গ্রামের বাসিন্দারা।এই বস্তা গুলি রেশনের ছোলা বলে দাবি করেন গ্রামবাসী তারপরেই বিষয়টি প্রশাসনের নজরে আসতেই নড়েচড়ে বসে জেলা প্রশাসন।ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু।
জেলে বর্তমান সময়ের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।রেশন দুর্নীতি নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি।সেই সময় ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের তপসিয়া গ্রাম পঞ্চায়েতের কেন্দুয়ানা গ্রামে একটি পরিত্যক্ত জমিতে রেশনের ছোলার বস্তা।এই ঘটনায় রীতিমত চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি হয়।রাতের অন্ধকারে কেউ বা কারা জমিতে সরকারি স্টিকার দেওয়া ছোলার বস্তা ফেলেছে বলে অভিযোগ তুলেন গ্রামবাসীরা।প্রায় ১০ কুইন্টাল এরও বেশি ছোলা পড়ে রয়েছে বলে জানা গিয়েছে।গ্রামবাসীরা প্রাথমিকভাবে ছোলার বস্তা গুলিকে রেশনের ছোলা বলে দাবি করেন।
তারপরেই বিষয়টি প্রশাসনের নজরে আসতেই নড়েচড়ে বসে ব্লক প্রশাসন থেকে শুরু করে জেলা প্রশাসন।ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করে প্রশাসন।ছোলার বস্তার মধ্যে আইসিডিএস এর মিড ডে মিলের নাম লেখা ছিল।আইসিডিএস মিডডে মিলের ছোলার বস্তা গুলি প্রায় ২ বছরের বেশি পুরনো। ২ বছর আগে ছোলা গুলি বিতরণের জন্য আনা হলেও ছোলার গুণমান খারাপ হওয়ার জন্য বাতিল করা হয়। তখন ছোলা আর স্কুলের পড়ুয়াদের দেওয়া করা হয়নি। তার পরিবর্তে নির্দিষ্ট একটি জায়গায় ফেলে রাখা হয়। তবে বর্তমান সময়ে ছোলা পচে যাওয়ায় বস্তা সহ পরিত্যক্ত একটি জমিতে ফেলে দেওয়া হয়।ঘটনা প্রসঙ্গে ঝাড়গ্রাম জেলার খাদ্য ও সুরক্ষা দপ্তরের আধিকারিক সুজয় দাস বলেন, “বিষয়টি নজরে এসেছে।খতিয়ে দেখা হচ্ছে।তবে ছোলা গুলি রেশনের নয়”।