
মেদিনীপুর 16 ই নভেম্বর:
একসময় বিশিষ্টজনের হাত ধরে অরাজনৈতিক সংগঠনের জন্ম হয়েছিল এই অ্যাসোসিয়েশনের।ধীরে ধীরে পথ চলা,এবারের 32 তম বিজয়া সম্মেলনী অনুষ্ঠিত হলো মেদিনীপুর শহরের ভিটিটি কলেজে। বিশিষ্টজনদের বক্তব্য,কচিকাঁচাদের নাচ গান,নৃত্যানুষ্ঠান সেইসঙ্গে নিজেদের সমস্যা এবং সমাধান নিয়ে আলোচনা করলেন এসোসিয়েশনের সদস্যরা।

পেনশন সংক্রান্ত সমস্যা নিয়ে মেদিনীপুর ডিস্ট্রিক্ট স্কুল পেনসনার্স অ্যাসোসিয়েশনের 32 তম বিজয়া সম্মেলনী মেদিনীপুরে।প্রয়াত জগদীশচন্দ্র দাস,বিভূতিভূষণ বোস রজনীকান্ত দোলই,জগৎ রঞ্জন ভট্টাচার্য প্রভৃতি অবিভক্ত মেদিনীপুরের সর্বজন শ্রদ্ধেয় গুণীজন প্রতিষ্ঠিত ও সম্পূর্ণ নিরপেক্ষ শুধুমাত্র বেসরকারি শিক্ষক শিক্ষিকা ও শিক্ষা কর্মীদের নিয়ে স্বেচ্ছাসেবী সংস্থা হল এই এসোসিয়েশন। এদিন কচিকাঁচাদের সাংস্কৃতিক অনুষ্ঠান,বিশিষ্ট বক্তাদের বক্তব্য সেই সঙ্গে নানাবিধ অনুষ্ঠানের মধ্য দিয়ে এবং এই পেনশন হোল্ডারদের বিভিন্ন সামাজিক সমস্যা সংক্রান্ত আলাপ আলোচনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো এই বিজয়া সম্মেলনী।মূলত কোভিড মহামারীর সময় এই বিজয়া সম্মেলনী বন্ধ রাখা হয়েছিল কিন্তু তারপর দীর্ঘ বছর ধরে চালিয়ে গেছেন এই অ্যাসোসিয়েশনের সদস্যরা।

এদিন এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন সর্বেশ্বর মহাপাত্র, অনিল কৃষ্ণ জানা,নির্মলেন্দু দে,রামকৃষ্ণ মাইতি,চিত্ত মুখার্জী,তপন কুমার পাত্র সহ বিশিষ্ট জনেরা।