Dilip Ghosh:হাসিনা কে নিয়ে চক্রান্ত চলছে তাই তাকে নিয়ে দেশেও যেমন প্রতিক্রিয়া হচ্ছে,তেমনি গোটা বিশ্ব জুড়ে প্রতিক্রিয়া হচ্ছে!দিলীপ ঘোষ

Share

মেদিনীপুর 17 ই নভেম্বর:

মেদিনীপুরে পদযাত্রায় অংশ নিয়ে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনাকে নিয়ে মন্তব্য করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। বাংলাদেশের অশান্তি মূলক পরিস্থিতিতে তিনি বলেন হাসিনাকে নিয়ে চক্রান্ত করা হচ্ছে যেমনভাবে চক্রান্ত করা হয়েছিল পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে।পাশাপাশি তিনি বলেন এর প্রতিক্রিয়া যেমন গোটা দেশে হচ্ছে,তেমনি এর প্রতিক্রিয়া গোটা বিশ্বজুড়ে চলছে।

লৌহপুরুষ সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০ তম জন্মদিন উপলক্ষে ইউনিটি ফর মার্চ এর আয়োজন জেলা বিজেপির। এক ভারত এবং আত্মনির্ভর ভারত হওয়ার লক্ষ্যে গোটা দেশ জুড়েই চলছে ইউনিটি ফর মার্চের অনুষ্ঠান।এদিন মেদিনীপুরে শহরে মেরা যুবা ভারতের তরফ থেকে আয়োজন করা হয় এই পদযাত্রার।এই পদযাত্রায় অংশ নিতে মেদিনীপুরে ছুটে আসেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।এদিন এই পথযাত্রা শুরু হয় মেদিনীপুর শহরের কলেজ কলিজিয়েট মাঠ থেকে। মেদিনীপুর শহরের বড়তলা চক গোলকুয়া চক কেরানি তোলা হয়ে রিংরোড পরিক্রমা করে।বার্তায় ছিল এক হওয়া ও আত্মনির্ভর ভারতের।এইদিন পদযাত্রায় অংশ নেওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এক ও একাধিক বিষয়ে মন্তব্য করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।

এইদিন SIR ফরম নেওয়া প্রসঙ্গে প্রশ্ন করলে তিনি বলেন,”মমতা ব্যানার্জি কেনই বা অনশন করতে গিয়েছিলেন কেনই বা মতুয়া বালাদের ফিলাপ করতে দিচ্ছেন না। মতুয়া সেন্টিমেন্ট বিলি করে তিনি সিমপাথি নিচ্ছেন ফরম।আবার ফরম ফিলাপ করতে না দিয়ে তিনি বিভ্রান্ত করেছেন সাধারণ মানুষের মধ্যে।পাশাপাশি দিলীপ ঘোষ এও বলেন মমতা ব্যানার্জি এবং মতুয়া বালা উভয়কেই SIR এর ফরম নিতে হয়েছে কিন্তু তিনি অন্যদের ফরম না নিতে দিয়ে বিভ্রান্ত করেছেন গোটা রাজ্যের মানুষকে।ওদের জন্যই CAA হয় নি গোটা রাজ্যে। এরপর পুর দুর্নীতি নিয়ে ইডি অফিসে সুজিত বসুর জামাই পৌঁছানো নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন,”পুর নিয়োগ দুর্নীতি নিয়ে বহু মানুষ যুক্ত। ইডি যাদের ডাকবেন তাদেরকে যেতে হবে।যারা দোষী হবেন তারা সাজা পাবেন,যারা দোষী হবেন না তারা ছাড়া পাবেন।”

এরপর শেখ হাসিনার রায়দান এবং ভারত বর্ডারে নিরাপত্তা নিয়ে প্রশ্ন করলে দিলীপ ঘোষ বলেন, “বাংলাদেশে যা চলছে সেটা মোটেও অভিপ্রেত নয়। পরিস্থিতি হিসেবে আমরা চাইবো সেখানে শান্তি আসুক। পাশাপাশি তুমি হাসিনার প্রশংসা করে বলেন হাসিনা যেভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে গেছে তাই তার বিরুদ্ধে চক্রান্ত হয়েছে। রাজনীতি থেকে তাকে সরিয়ে দেবার চেষ্টা চলছে। উদাহরণ হিসেবে তিনি পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরানের কথা উল্লেখ করেন। ইলেকশনে জেতার পর ইমরান খান কে জেলে ঢোকানোর প্রসঙ্গেই তিনি বক্তব্য রাখেন।”পাশাপাশি তিনি এও বলেন যে দেশগুলো আমার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে তাদেরকে কোথায় গিয়েছে সেটাও কেউ খোঁজ খবর রাখে না। তাই হাসিনা কে নিয়ে চক্রান্ত চলছে আর হাসিনা কে নিয়ে দেশেও যেমন প্রতিক্রিয়া হচ্ছে,তেমনি গোটা বিশ্ব জুড়ে প্রতিক্রিয়া হচ্ছে।

এরপর রাজ্যপালের সঙ্গে কল্যাণ ব্যানার্জির দ্বৈরথ নিয়োগ প্রশ্ন করলে তিনি বললেন কখনো তারা এক নয়, রাজ্যপালের নির্দিষ্ট একটা গরিমা,ক্ষমতা রয়েছে।কল্যাণ ব্যানার্জি একজন আইনের রক্ষক,আইনজীবী হয়েও তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা হচ্ছে এটা খুবই লজ্জাজনক।”


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in