Midnapore:”একটি সন্ধ্যা শুধুই সলিল চৌধুরীর জন্য” অনুষ্ঠানে শতকন্ঠে পরিবেশিত হলো সলিল চৌধুরীর গান

Share

মেদিনীপুর 20 ই নভেম্বর:

এক ঐতিহাসিক ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক সন্ধ্যার সাক্ষী রইলো মেদিনীপুরের সংস্কৃতি প্রেমী জনতা। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গীতিকার,সুরকার, সঙ্গীত পরিচালক ‘আলোর পথযাত্রী’ সলিল চৌধুরী জন্মশতবর্ষ পূর্তি উপলক্ষে তাঁর ১০১ তম জন্ম দিবসে মেদিনীপুরে অন্যতম গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক সংগঠন ‘কল্লোল ‘ উদ্যোগে ‘একটি সন্ধ্যা শুধুই সলিল চৌধুরীর জন্য ‘ শিরোনামে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হলো মেদিনীপুর শহরের শহীদ প্রদ্যোৎ স্মৃতি সদনে।

এদিনের অনুষ্ঠানে কল্লোলের পক্ষে সবাইকে স্বাগত জানান অনুষ্ঠানের মূল হোতা জনপ্রিয় সঙ্গীত শিল্পী আলোক বরণ মাইতি। অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল অনুষ্ঠানের সূচনা লগ্নে ‘শতকন্ঠে সলিলের গান’ শিরোনামের উদ্বোধনী সঙ্গীতানুষ্ঠান। এই অনুষ্ঠানে ইতিহাস সৃষ্টি করে মেদিনীপুরে শতাধিক সঙ্গীত শিল্পী গলা মেলালেন সলিল চৌধুরীর ‘বিশ্বপিতা তুমি হে প্রভু ‘ গানটিতে।এইদিন অনুষ্ঠান সঙ্গীত পরিবেশন করেন কলকাতার বিশিষ্ট সঙ্গীত শিল্পী অগ্নিভ বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি সঙ্গীত পরিবেশন করেন মেদিনীপুরে বিশিষ্ট সঙ্গীত শিল্পীরা। নৃত্য পরিবেশন করে মেদিনীপুরের বিশিষ্ট নৃত্যশিক্ষা প্রতিষ্ঠান গুলির নৃত্যশিল্পীরা।

অনুষ্ঠানের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া, জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা রানী মাইতি, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সৌম্য শংকর ষড়ঙ্গী, মেদিনীপুর পুরসভার চেয়ারম্যান সৌমেন খান,জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক বরুণ মন্ডল,পিপলস্ ব্যাংকের চেয়ারম্যান আশিষ চক্রবর্তী, শিল্পোদ্যোগী চন্দন বসু, মেদিনীপুর কলেজের প্রাক্তন অধ্যক্ষ ডাঃ গোপাল চন্দ্র বেরা,রয়েল একাডেমীর অধ্যক্ষ সত্যব্রত দোলুই , বিশিষ্ট চিকিৎসক ডাঃ গোলোক মাজী সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।অনুষ্ঠান সঞ্চালনা করেন ঈশিতা চট্টোপাধ্যায় ও শুভদীপ বসু।

অনুষ্ঠান সুষ্ঠু ভাবে সম্পন্ন হওয়ায় উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান অনুষ্ঠানের মূল উদ্যোক্তা আলোক বরণ মাইতি।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in