
শালবনী 26 সে নভেম্বর:
২৩৪ নং শালবনী বিধানসভার ২৬৭ নং তিলাবনী বুথের BLO কে অভিনন্দন জানালো বিজেপি।প্রাথমিক শিক্ষক BLO অরুন কুমার চালক অত্যন্ত দক্ষতার সাথে নির্দিষ্ট সময়ের মধ্যেই সমস্ত ফর্ম কালেকশন এবং সিংহভাগ ফর্ম এন্ট্রি করে ফেলেছেন।

ঘটনা ক্রমে বলা যায় ২৩৪ নং শালবনী বিধানসভার ২৬৭ নং তিলাবনী বুথের মোট ভোটার সংখ্যা ১২৮৫ জন। ফলে এক হাজারের উপর ভোটার পেয়েও ঘাবড়ে যান নি BLO তথা প্রাথমিক শিক্ষক অরুন কুমার চালক।নিজে গিয়ে সব ফর্ম তিনি ডিস্ট্রিবিউশন করেছিলেন। পরে সেই ফিল আপ করা সমস্ত ফর্ম কালেকশনও করেছেন তিনি।বাড়িতে এসে পোর্টালে সমস্ত ফর্ম আপলোডও করছেন তিনি একা।যদিও ইতিমধ্যেই ৮৫০ এর বেশি ফর্ম এন্ট্রি করে দিয়েছেন পোর্টালে।যদিও এখনোও ৪০০ প্লাস ফর্ম বাকি রয়েছে।সেগুলোও আপলোড করবেন দু-একদিনের মধ্যেই। তিনি একাই করছেন সমস্ত তাই অথচ যেখানে বিভিন্ন জায়গায় BLO রা বিভিন্ন ক্ষেত্রে অভিযোগ জানাচ্ছেন সেখানেই ব্যতিক্রমী ছবি শালবনীতে।সমস্তটা একা করার পরেও তার দাবি তিনি সুস্থ আছেন এবং কাজে কোন খারাপ অভিজ্ঞতা নেই। তার এই কাজের জন্যই তাকে আজ মঙ্গলবার রাত্রি প্রায় দশটা নাগাদ সম্বর্ধনা জানালো বিজেপি।

শালবনির বিজেপি নেতৃত্ব সৌমেন ঘোষ জানান এই BLO রা আমাদের গর্ব।যারা অক্লান্ত পরিশ্রম করে কোনো বাহানা ছাড়াই কাজ করে চলেছেন।সমতুল্য সমস্ত BLO দের শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।