Blood Camp:NCC দিবসে Blood Donation camp এর আয়োজন 45 বেঙ্গল ব্যাটালিয়নের

Share

মেদিনীপুর 27 সে নভেম্বর:

বৃহস্পতিবার এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করলো 45 বেঙ্গল ব্যাটালিয়ন NCC মেদিনীপুর। এদিন উৎসাহ উদ্দীপনার সঙ্গে সদ্য যোগদানকারী তরুণ তরুণীরা রক্ত দিলেন স্বেচ্ছায়।তাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন শীর্ষ আধিকারিকরা।মেদিনীপুর শহরে রেডক্রসে এই শিবিরের আয়োজন করা হয় যেখানে প্রায় 50 জন রক্তদাতা রক্তদান করেন।

বৃহস্পতিবার ছিল বিশ্ব NCC (National Cadet Corps)দিবস। আর এই দিনটিকে সার্থক করে তুলতে মেদিনীপুর শহরের রেডক্রশে অনুষ্ঠিত হলো এক ব্লাড ডোনেশন ক্যাম্প।উদ্যোক্তা 45 বেঙ্গল ব্যাটালিয়ন NCC। এদিন এই রেডক্রসে স্বেচ্ছায় রক্তদান করলেন এই ব্যাটালিয়নের ক্যাডেটরা। সেই সঙ্গে স্বেচ্ছায় রক্ত দান করলেন শীর্ষ কর্তারাও। প্রসঙ্গত,1963 সাল থেকে পথচলা শুরু হয়েছে এই National Cadet Corps এর। পরবর্তীকালে প্রতিবছরই এই ধরনের সামাজিক শিক্ষামূলক ভিন্ন ভিন্ন ধরনের অনুষ্ঠান করা হয় এই NCC এর তরফ থেকে।এ বছরও তার ব্যতিক্রম ঘটলো না। এই দিন এই এন সি সি তে ভর্তি হওয়া সদ্য তরুণ-তরুনীরা করলেন স্বেচ্ছায় রক্তদান। তাদের উৎসাহিত করতে ছিলেন 45 বেঙ্গল ব্যাটালিয়ন NCC সিইও অনির্বাণ সাহা, অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার প্রশান্ত দেশমুখ, লেফটেন্যান্ট সৌমেন্দ্র জমাদার সহ অন্যান্যরা।

উদ্যোক্তাদের দাবি নিজেদের কাজ করার পাশাপাশি সামাজিক সচেতনতা বাড়াতে এবং অসময়ে এই হাসপাতালে রোগীদের পাশে থাকতে তাদের এই ধরনের কর্মসূচি। যদিও এ দিন প্রায় পঞ্চাশটি রক্তের পাউচ ব্লাড ব্যাঙ্কে তুলে দেওয়া হবে বলে উদ্যোক্তারা জানান। এদিন এই রক্তদান শিবিরে স্বেচ্ছায় রক্ত দিতে পেরে খুশি এনসিসির তরুণ তরুণীরা। তাদের বক্তব্য এই ভাবে দুঃস্থ মানুষের পাশে থাকতে পেরে আমরা খুশি। রক্ত কোনভাবে তৈরি করা যায় না,অসময়ে মানুষের প্রয়োজনে মানুষের দেওয়া রক্ততেই মুমূর্ষ রোগীরা বেঁচে ওঠে।

অন্যদিকে লেফটেন্যান্ট সৌমেন্দ্র জমাদার নামে এক আধিকারিক বলেন,” রক্তদান মানেই জীবন দান এই শ্লোগানকে সামনে রেখেই আমাদের এই ধরনের কর্মসূচির আয়োজন।আজকে আমাদের ক্যাডেটরা এই কর্মসূচিতে যোগ দিয়েছে।তারা আরো অনেক বেশি উৎসাহী।আমাদের সংস্থার জন্মলগ্ন থেকেই এই ধরনের কর্মসূচি হয়ে আসছে গোটা দেশজুড়ে।”





Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in