পুরানো রীতি নীতি মেনে অকাল বোধন রাবণ পোড়া খড়গপুরে!99 বছরের রাবণ বধে ভিড় জমালো স্থানীয়রা

Share

নিজস্ব প্রতিনিধি,খড়গপুর :

খড়্গপুরের নিউ সেটলমেন্ট সংলগ্ন রাবণ ময়দানে অনুষ্ঠিত হলো অকাল বোধন রাবণ পোড়া।এইদিন নির্দিষ্ট সময় সূচি অনুযায়ী সলতে দেওয়া তিরে আগুন লাগিয়ে রাবণ বধ করা হয়।এই বছর এই রাবণ বধ ৯৯ বছরে পড়ল।এই উৎসবের আয়োজক দশেহারা উৎসব কমিটি।

মূলত অকাল বোধন করে রাবণের সঙ্গে যুদ্ধে নেমেছিলেন রামচন্দ্র।এই জমকালো রাবণ বধ দেখতে ভিড় জমালো হাজার হাজার মানুষ।


Share

dnews.in