Bjp Gherao:মহিলাদের নির্যাতন এবং আর জি কর নিয়ে জেলাশাসক অফিস ঘেরাও দুই জেলায়!নেতৃত্ব দিল জেলা বিজেপি

Share

নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম:

আরজিকর নিয়ে গোটা রাজ্যজুড়ে বিক্ষোভ অবস্থানের ডাক দিয়েছিল বিজেপি নেতৃত্ব।এদিন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক অফিস অন্যদিকে ঝাড়গ্রামের জেলা শাসক অফিস ঘেরাও করে বিজেপি নেতারা।তারা মিছিল করে গিয়ে বসে পড়ে বিক্ষোভ দেখায়।সেইসঙ্গে রাজ্য সরকারের বিরুদ্ধে স্লোগান দেয়।

ক্রমাগত রাজ্যের উপর মহিলাদের উপর নির্যাতন সেইসঙ্গে আরজিকরের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে সোমবার দুপুরে ঝাড়গ্রাম শহরে বিশাল মিছিল করে ঝাড়গ্রামের জেলা শাসকের অফিস ঘেরাও কর্মসূচি করল বিজেপি।ঝাড়গ্রাম জেলা বিজেপির পক্ষ থেকে জেলা বিজেপির কার্যালয় থেকে মিছিল শুরু করে ঝাড়গ্রাম শহর পরিক্রমা করে জেলাশাসকের অফিসে বিজেপির মিছিল পৌঁছায়।জানা গিয়েছে, রাজ্যের মহিলাদের উপর ক্রমাগত অত্যাচার এবং আরজি কর হাসপাতালে নির্যাতিতার বিচারের দাবিতে বিজেপির জেলা শাসকের কার্যালয় ঘেরাও কর্মসূচি করা হয়।এই মিছিলে নেতৃত্ব দেন ঝাড়গ্রাম জেলা বিজেপির জেলা সভাপতি তুফান মাহাতো,বিজেপি রাজ্য কমিটির সদস্য সুখময় সৎপতি সহ বিজেপির অন্যান্য নেতৃত্বরা।ঝাড়গ্রাম জেলা শাসকের অফিস প্রাঙ্গণ ঢোকার আগেই ঝাড়গ্রাম থানার পক্ষ থেকে পুলিশের পক্ষ থেকে ব্যারিকেড করে দেওয়া হয় এবং মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী।বিজেপির কর্মী সমর্থকরা ব্যারিকেডের কাছে দাঁড়িয়ে পড়ে।রাস্তার উপরে বসে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে তারা।

অন্যদিকে এই নিয়ে পশ্চিম মেদিনীপুর জেলায়ও এক বিক্ষোভ মিছিল করে বিজেপি।এই মিছিলে নেতৃত্ব দেন বিজেপি জেলা মুখপাত্র অরূপ দাস,সহ জেলা সভাপতি সংকর গুছাইত সহ বিজেপির বিশিষ্ট নেতৃত্ব।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in