Midnapore IGNOU: নতুন সেশনে ভর্তি হওয়া পড়ুয়াদের নিয়ে ইন্ডাকশন মিটিং করল IGNOU, বেসিক তথ্য তুলে ধরলেন বিশিষ্ট বক্তারা

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:

নতুন সেশনে ভর্তি হয়েছে অসংখ্য পড়ুয়া। সেই পড়ুয়াদের বেসিক জ্ঞান সেই সঙ্গে কোর্সের যাবতীয় তথ্য তুলে ধরতে ইন্ডাকশন বৈঠকের আয়োজন ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয়ের(IGNOU)। বিশিষ্ট বক্তারা নতুন ছাত্র-ছাত্রীদের সঙ্গে পরিচিত হলেন এবং কোর্সের যাবতীয় তথ্য তুলে ধরলেন।

রবিবার দুপুরবেলায় অনুষ্ঠিত হল ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয়ের (IGNOU) SC 2813 র নতুন ছাত্র-ছাত্রীদের নিয়ে একটি ইন্ডাকশন মিটিং।যে মিটিংটি অনুষ্ঠিত হয় কলেজ ক্যাম্পাসের শিরোমনি ভবনে। এই অনুষ্ঠানের শুরুতেই প্রধান বক্তব্য রাখেন এই মুক্ত বিদ্যালয়ের কলকাতার রিজিওনাল অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ডক্টর অজয় কুমার বেহারা।এই বিশেষ বৈঠক নিয়ে উপস্থিত হয়েছিলেন মেদিনীপুর কলেজের দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষ সত্য রঞ্জন ঘোষ ,সব্যসাচী সেনগুপ্ত, ডক্টর অমল কান্তি চক্রবর্তী, ডক্টর অনুপ ঘাঁটি,রঞ্জিত সিনহা সহ বিশিষ্ট বক্তা ও অতিথিরা। মূলত এই নতুন সেশন শুরুর পূর্বে এই বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ তথ্য ও তত্ত্ব সেই সঙ্গে কোর্সের যাবতীয় বিষয় দিকগুলি পর্যালোচনা করেন এ বিশিষ্ট অতিথিরা।

এদিন বিভিন্ন জেলার থেকে এই মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া ছাত্রছাত্রীরা যোগদান করেন এই অনুষ্ঠানে।তারা সেই তথ্যগুলি দেখেন,গুরুত্ব সহকারে শোনেন এবং নিজের মতামত ব্যক্ত করেন।এদিনের পুরো অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্ব ছিলেন কো-অর্ডিনেটর মনি মোহন মন্ডল।

এ বিষয়ে এই মুক্ত বিশ্ববিদ্যালয়ের কো-অর্ডিনেটর মনি মোহন মন্ডল বলেন,”মেদিনীপুর কলেজের সঙ্গে ইগনুর একটা কোলাবরেশনে রয়েছে। আজকের ইন্ডাকশন মিটিং হল আমাদের এই মুক্ত বিশ্ববিদ্যালয় এই সেশনে ভর্তি হওয়া নতুন পড়ুয়াদের নিয়ে।তারা যাতে এই মুক্ত বিশ্ববিদ্যালয়ের কোর্স সম্পর্কে জ্ঞান লাভ করতে পারে।এই মুক্ত বিশ্ববিদ্যালয়ের বেসিক জ্ঞান সম্পর্কে তাদের জানানোর উদ্দেশ্যেই এই ইন্ডাকশন মিটিং।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in