New Song:Arin Media And Entertainment এর পুজোর মুখে নতুন বাংলা গান ‘বৃষ্টি এলো’!ভিডিও নির্মাতাদের দাবি শুধু গান নয়,বরং একটি অনুভব

Share

কলকাতা 26 সে আগস্ট:

Arin Media And Entertainment এর বাংলা গান ‘বৃষ্টি এলো’ পুজোর আগেই মুক্তি!এই গান ইতিবাচক সাড়া ফেলবেই দর্শকদের মধ্যে বলে রীতিমতো আশাবাদী ভিডিও নির্মাতারা।আগামী ১৫ তারিখে এই গানের মুক্তি ঘটছে।অভিনয় করেছেন বিপ্লব কুমার সিনহা এবং পূজা চ্যাটার্জি।ভিডিওটি পরিচালনা করেছেন চিরঞ্জিত সান্যাল। সংগীত পরিচালনা করেছেন জিষ্ণু আর নীলাঞ্জনা।

পুজোর আগেই Arin Media And Entertainment দর্শকদের উপহার দিতে চলেছে এক মন ছুয়ে যাওয়া বাংলা গান ‘বৃষ্টি এলো’। পুজোর আগেই প্রেমের ছোঁয়া নিয়ে হাজির Arin media and entertainment। বিপ্লব কুমার সিনহা র প্রযোজনায় Arin media and entertainment এর এই গান বৃষ্টি এলো যেখানে অভিনয় করেছেন স্বয়ং বিপ্লব কুমার সিনহা এবং পূজা চ্যাটার্জি।ভিডিওটি পরিচালনা করেছেন চিরঞ্জিত সান্যাল। সংগীত পরিচালনা করেছেন জিষ্ণু আর নীলাঞ্জনা।এই প্রজেক্টে পরতে পরতে রয়েছে নতুনত্বের ছোঁয়া। ভিডিও নির্মাতারা বলেছেন এ শুধু গান নয়, বরং একটি অনুভব, একটি গল্প,” music ভিডিও মুক্তি পাবে পুজোর ঠিক আগে, যাতে এই উৎসবের মরশুমে প্রেমের আবেশে ভাসতে পারেন সকলে।

এই গান ইতিবাচক সাড়া ফেলবেই দর্শকদের মধ্যে তা নিয়ে রীতিমতো আশাবাদী ভিডিও নির্মাতারা


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in