
নিজস্ব প্রতিনিধি,দাঁতন:
ভোট এলে নেতারা আসে রাস্তা সারিয়ে আশ্বাস দেয় কিন্তু ভোট ফুরালেই তারপর আর দেখা মেলে না,তাই রাস্তা সারিয়ে দেওয়ার লক্ষ্যে এবার ভোট বয়কটের ডাক দাঁতনের আড়বনা গ্রামের বাসিন্দাদের।দিদিকে বলো তো ফোন করে কোন লাভ হয়নি,মিলেছে শুধুই আশ্বাস।

দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা রাস্তার।বিভিন্ন সরকারি দপ্তরে অভিযোগ জানিয়েও আশ্বাস ছাড়া কিছুই মেলেনি।তাই ২০২৬ এর বিধানসভা নির্বাচনের আগে বেহাল রাস্তা সংস্কার না হলে ভোট বয়কটের হুঁশিয়ারি দিলেন দাঁতনের উত্তর আড়বনা গ্রামের বাসিন্দারা। মূলত পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতনের শালীকোঠা গ্রাম পঞ্চায়েতের উত্তর আড়বনা গ্রামে দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে নিত্যদিন যাতায়াতের একটি রাস্তা।গ্রামবাসীদের অভিযোগ,’উত্তর আড়বনা গ্রামে প্রায় ১০০ টি পরিবার বসবাস করে।তাদের স্কুল কলেজ হাসপাতাল যাওয়ার একমাত্র রাস্তা হলো এটি।দীর্ঘদিন ধরে প্রায় দেড় কিলোমিটার রাস্তা বেহাল অবস্থায় পড়ে রয়েছে।বারংবার প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন জন প্রতিনিধিদের কাছে অভিযোগ জানালেও কোনো সুরাহা হয়নি,মিলেছে শুধু আশ্বাস।

তাই এবার ২৬ এর বিধানসভা নির্বাচনের আগে যদি রাস্তা মেরামত না হয় ভোট বয়কট করবার দাবি জানান তারা।এই বিষয়ে উত্তর আড়বোনা গ্রামের বাসিন্দা কৃষ্ণকান্ত দাস জানান” বিগত ১০ বছর ধরে আমাদের এই এলাকায় কোন উন্নয়নের কাজ হয়নি।এলাকার জনপ্রতিনিধি থেকে শুরু করে প্রশাসনিক কর্তা,এমনকি দিদিকে বলতেও ফোন করে কোন লাভ হয়নি,মিলেছে শুধুই আশ্বাস।তাই এবার যদি বিধানসভা নির্বাচনের আগে রাস্তা না হয় তবে ভোট বয়কট করার কথা জানান তিনি।

তবে অন্যদিকে রাস্তা মেরামত করার আশ্বাস দিয়েছেন শালীকোঠা গ্রাম পঞ্চায়েতের প্রধান,”তিনি জানান রাস্তার বেহাল অবস্থা আমরা অভিযোগ পেয়েছি।একটু সময় লাগবে আমরা সেই রাস্তা মেরামত করে দেবো।যদিও এই নিয়ে ক্ষোভ উগরে দিয়েছে বিজেপি।এলাকার বিজেপি নেতা রুদ্রাংশু বেরার দাবি তৃণমূল চুরি করতে ব্যস্ত, রাস্তা কখন করবে।তারা বালি চুরি করতে করতে রাস্তার এই হাল বেহাল করেছে ওরা রাস্তা করতে পারবে না এমনই মন্তব্য করেন বিজেপি নেতা।