Doctors Day:চিকিৎসক দিবসে যৌথ উদ্যোগে মেদিনীপুর KD কলেজে স্বাস্থ্য বিষয়ক আলোচনা সভা

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:

মেদিনীপুর সমন্বয় সংস্থা,মেদিনীপুর টাউন আঞ্চলিক ইউনিট এবং কে ডি কলেজ অফ কমার্স অ্যান্ড জেনারেল স্টাডিজের এন এস এস বিভাগের যৌথ উদ্যোগে এবং মহাবিদ্যালয়ের স্বাস্থ্য উপসমিতি ও টাউন আঞ্চলিক ইউনিটের স্বাস্থ্য উপসমিতির ব্যবস্থাপনায় প্রবাদ প্রতিম চিকিৎসক ডাঃ বিধান চন্দ্র রায়ের জন্ম দিনে “চিকিৎসক দিবস” উদযাপন করা হয়।এই উপলক্ষে মঙ্গলবার একটি বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মূলত এই আলোচনার বিষয় “বর্তমান প্রেক্ষাপটে চিকিৎসক ও জনসাধারণের মনোসামাজিক স্বাস্থ্য, সমস্যা ও সমাধান” (Psychological Health of Doctors and the Public in current Scenario : Challenges and Solutions)চারাগাছে জল সিঞ্চন এবং ডাঃ বিধান চন্দ্র রায়ের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে এই অনুষ্ঠানের শুভ সূচনা হয়।আলোচনা সভার উদ্বোধন করেন কে ডি কলেজ অফ কমার্স অ্যান্ড জেনারেল স্টাডিজ এর অধ্যক্ষ তথা মেদিনীপুর সমন্বয় সংস্থা,মেদিনীপুর টাউন আঞ্চলিক ইউনিটের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য অধ্যাপক ডঃ দুলাল চন্দ্র দাস।এই আলোচনা সভায় মুখ্য আলোচক ছিলেন মেদিনীপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের ভূতপূর্ব ভারপ্রাপ্ত অধ্যক্ষ তথা মেদিনীপুর টাউন আঞ্চলিক ইউনিটের উপদেষ্টা মন্ডলীর সদস্য এবং বিবেকানন্দ যুব মহামন্ডল,মেদিনীপুর শাখার সভাপতি অধ্যাপক ডাঃ শ্রীমন্ত সাহা।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেদিনীপুর শহরের প্রখ্যাত শিশু চিকিৎসক ডাঃ বিবেকানন্দ দত্ত।অনুষ্ঠানে এই দুই চিকিৎসকে সংস্থার পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়।অনুষ্ঠানের শুরুতে মেদিনীপুর টাউন আঞ্চলিক ইউনিটের সম্পাদক তারাপদ বারিক মেদিনীপুর সমন্বয় সংস্থা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোটারি আই হাসপাতালের রোটারি ট্রাস্টের সভাপতি দীপক সিনহা এবং ক্যাম্প চেয়ারম্যান শঙ্কর কুমার মাইতি।অনুষ্ঠানের সাংগঠনিক সম্পাদক ছিলেন মেদিনীপুর টাউন আঞ্চলিক ইউনিটের কার্যকরী সভাপতি ও মহা বিদ্যালয়ের গ্ৰন্থাগার বিভাগের প্রধান ডঃ মিলন কুমার সরকার।মেদিনীপুর সমন্বয় সংস্থার উদ্যোগে প্রাতঃস্মরণীয় ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের জন্মস্থান বীরসিংহে যে দাতব্য হোমিওপ্যাথিক চিকিৎসা কেন্দ্র গড়ে উঠেছে তার জন্য ডাঃ শ্রীমন্ত সাহা প্রতিবছর বারো হাজার টাকা অনুদান দেওয়ার কথা ঘোষণা করেন।

এই অনুষ্ঠানে দুই শতাধিক ছাত্রছাত্রী সহ ইউনিটের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ইউনিটের সহসভানেত্রী সবিতা মান্না, সহসম্পাদক দেবী প্রসাদ নন্দী, কার্যনির্বাহী কমিটির সদস্য ইন্দ্রজিৎ পাণিগ্ৰাহী, ইন্দ্রদীপ সিনহা, সদস্যা শিল্পাশ্রী ঘোষ। এছাড়া উপস্থিত ছিলেন ইউনিটের প্রাক্তন সহসভাপতি উত্তম কুমার রায়, ইউনিট সদস্য অধ্যাপক ডঃ উত্তম কুমার জানা প্রমুখ।অনুষ্ঠান সঞ্চালনা করেন মহাবিদ্যালয়ের জাতীয় সেবা প্রকল্পের প্রোগ্ৰাম অফিসার অধ্যাপক তন্ময় সিংহ ও মেদিনীপুর সমন্বয় সংস্থার কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ডাঃ অরূপ কুমার দাস।



Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in