
ঘাটাল 28 সে আগস্ট:
বৃষ্টি থামার নাম নেই। আর তাই ক্রমাগত বৃষ্টির ফলে বারে বারে বন্যা ঘাটালে। আর সেই বন্যায় প্লাবিত ঘাটালের বিস্তীর্ণ এলাকা।সাধারণ মানুষের জীবন জীবিকার পাশাপাশি মাথায় হাত পুজো উদ্যোক্তাদের।মন্ডপ তৈরি করেও পুজো থিমের পুজো করতে পারবেন না ভেবে আতঙ্কগ্রস্ত পুজো কমিটির লোকজন,সেইসঙ্গে মন খারাপ ঘাটালের মানুষের।

প্রতিদিনই বৃষ্টি হচ্ছে ঘাটালে সেই সঙ্গে আবহাওয়া দপ্তরের আবার নতুন করে অশনি সংকেত। লাল হলুদ সতর্কতা সঙ্গে কমলা সতর্কতা পশ্চিম মেদিনীপুর জুড়ে। এই টানা বৃষ্টি সেইসঙ্গে ডিভিসির জল ছাড়াই বারে বারে প্লাবিত হচ্ছে ঘাটাল। ঘাটালের দাসপুর,কেশপুর, নাড়াজল,চন্দ্রকোনা রাজনগর সহ বিস্তীর্ণ এলাকা এখনো প্লাবিত। এলাকায় চলছে ডিঙি নৌকা করে যাতায়াত। সাধারণ মানুষের জীবন জীবিকার পাশাপাশি কঠিন হয়ে উঠেছে বাঁচা।এরই পাশাপাশি ঘাটালে বন্যা বিপর্যস্ত অবস্থা পুজো কমিটি গুলির।ঘাটালে বন্যার জলে ডুবে রয়েছে পুজো মন্ডপ তৈরির কাঠামো,পাশ দিয়ে চলছে ডিঙি,জল বাড়ছে তাতেই দুশ্চিন্তায় পুজো কমিটি গুলি।বিগ বাজেটের পুজো কমিটি গুলি তাদের থিমের মন্ডপ কি করে তৈরি করবেন তা নিয়ে কিন্তু দুশ্চিন্তায় পড়েছেন।

ঘাটাল পৌরসভার চাউলি সর্বজনীন দুর্গোৎসব, রামচন্দ্রপুর সর্বজনীন দুর্গোৎসব,সুকচন্দ্রপুর সার্বজনীন দুর্গোৎসব,আড়গোড়া সর্বজনীন দুর্গোৎসব সহ বেশ কয়েকটি পূজা মন্ডপ এখন জলের তলায়। ঘাটাল পৌরসভার ১২টি ওয়ার্ড প্লাবিত, ১২টি ওয়ার্ডে প্রায় ১৪ থেকে ১৫ টি পুজো কমিটি পড়েছেন দুশ্চিন্তায়,এখনো বাড়ছে জল,কবে জল কমবে কবেই বা মণ্ডপ তৈরির কাজ শুরু করবেন তা নিয়েই দুশ্চিন্তায় পড়েছেন পুজো কমিটির উদ্যোক্তারা।

এই বিষয়ে পুজো উদ্যোক্তা পার্থ দাস বলেন,”এবারের যেভাবে টানা বৃষ্টি হয়েছে তাতে গোটা এলাকায় জলমগ্ন। আমরা প্রতিবছরের মতো এ বছরে ভেবেছিলাম থিমের পুজো উপহার দেবো ঘাটালের মানুষকে। কিন্তু শেষ পর্যন্ত তা করে উঠতে পারব বলে মনে হয় না।কারণ একদিকে প্লাবিত অবস্থায় রয়েছে অন্যদিকে আরও বৃষ্টি ক্রমাগত হয়ে চলছে।এরপর যদি আবার নতুন করে বন্যা হয় তাহলে আমরা পুরোপুরি ভেসে যাব।

অন্যদিকে ঘাটাল বাসী অর্চনা মূলা,রঞ্জিত ভূঁইয়া বলেন,”এবারে টানা বৃষ্টি হচ্ছে আমাদের ঘাটালে।গোটা এলাকা প্লাবিত।আমাদের স্কুলে খাবার দাবার দেওয়া হবে।এবারে আর মন্ডপের মধ্যে পূজো হবে না।নৌকায় করে প্রতিমা এনে এইখানেই বাইরে পুজো হবে।কারণ এত বৃষ্টি এবং এই বন্যায় পুজো সম্ভব না।আমরা যদিও আকাশের দিকে তাকিয়ে রয়েছি।

পাশাপাশি স্কুল পড়ুয়া রোহিত মন্ডল বলে,”প্রতিবারই থিমের পুজো হয় আমাদের এই ঘাটালে।এবারে ও মন্ডপ তৈরি করা হয়েছে বাঁশের।কিন্তু এক গলা জলে ডুবে রয়েছে এই বাঁশ।তারপর টানা বৃষ্টি হচ্ছে গোটা ভারত জুড়ে।তাতে মনে হচ্ছে এবারের পুজো,আমাদের স্কুলের চাতালে করতে হবে।