CITU Sammelon:শেষ হলো সিটু’র ত্রয়োদশ রাজ্য সম্মেলন!নতুন সম্পাদক হলেন জিয়াউল আলম,সভাপতি অনাদি সাহু

Share

নিজস্ব প্রতিনিধি,হলদিয়া:

এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বন্দর নগরী হলদিয়াতে অনুষ্ঠিত হলো সর্বভারতীয় শ্রমিক সংগঠন CITU এর ত্রয়োদশ রাজ্য সম্মেলন। নতুন রাজ্য কমিটিতে জায়গা করে নিলেন সম্পাদক জিয়াউল আলম। অন্যদিকে সভাপতি হলেন বিদায়ী সম্পাদক অনাদি সাহু।

রাজ্যের অন্যতম শিল্পনগরী ও বন্দর নগরী পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় অনুষ্ঠিত হলো সর্বভারতীয় শ্রমিক সংগঠন সিটুর তিন দিনের ত্রয়োদশ রাজ্য সম্মেলন। রাজ্য সম্মেলন থেকে নতুন কমিটি গঠিত হয়েছে। রাজ্য কমিটির নতুন সম্পাদক নির্বাচিত হলেন জিয়াউল আলম এবং সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বিদায়ী সম্পাদক অনাদি সাহু।প্রসঙ্গত সম্মেলন শুরুর আগের দিন হলদিয়ার দুর্গাচকের সুপার মার্কেটে প্রকাশ্য সমাবেশ হয।আগামী দিনে শ্রমজীবী মানুষের স্বার্থে ও মানবকল্যাণে ঐক্যবদ্ধভাবে লড়াই সংগ্রাম করার জন্য আহ্বান জানান সংগঠনের নেতৃত্ব। সম্মেলনে উপস্থিত ছিলেন সিটুর সর্বভারতীয় সাধারণ সম্পাদক তপন সেন, ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক মাণিক দে সহ অন্যান্য গুরুত্বপূর্ণ নেতৃত্ব।

সম্মেলনে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান অভ্যর্থনা কমিটির পক্ষে পরিতোষ পট্টনায়ক, অচিন্ত্য শাসমল।



Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in