Jhargram Seminar: ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস্ নিয়ে রাজ্যস্তরীয় আলোচনা সভা

Share

নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম:

ঝাড়গ্রাম জেলার শিলদা চন্দ্রশেখর মহাবিদ্যালয়ের উদ্যোগে কলেজের সভাগৃহে “ইন্টেলেকচুয়াল প্রোপার্টি রাইটস্” (lntellecutual Property Rights)শীর্ষক একটি রাজ্যস্তরীয় এক দিনের সেমিনার অনুষ্ঠিত হলো।

মঙ্গলবারের এই আলোচনা সভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ড.ইয়াসিন খান।এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন শিলদা চন্দ্রশেখর মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড.সুশান্ত কুমার দলুই,উপাধ্যক্ষা ড.সুজাতা তেওয়ারি এবং মহাবিদ্যালয়ের অধ্যাপক ও অধ্যাপিকাগণ।সমগ্র অনুষ্ঠানটির সুষ্ঠুভাবে পরিচালনা করেন ইংরাজি বিভাগের অধ্যাপিকা অনামিকা মাজি ।এই আলোচনা সভাতে প্রায় আড়াইশো জন ছাত্র ছাত্রী উপস্থিত ছিলেন।অনুষ্ঠান শেষে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন কলেজের উপাধ্যক্ষা ড .সুজাতা তেওয়ারি। পাশাপাশি সোমবার প্রাচীন ভারতীয় জ্ঞান পরম্পরায় প্রথা বর্হিভূত পরিবেশ শিক্ষা বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয়।

সেই সেমিনারে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিধু কানু বীরসা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের বিভাগীয় প্রধান ড. সুদীপ কুমার চক্রবর্তী।



Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in