Listed in OBC:অবশেষে OBC বি তালিকায় অন্তর্ভুক্ত সদগোপ সমিতি!রাজ্য সরকারকে ধন্যবাদ জানালো পশ্চিমবঙ্গ সদগোপ সমিতি

Share

নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম:

রাজ্যের অন্যান্য অনগ্রসর শ্রেণি অর্থাৎ ওবিসি বি তালিকায় সদগোপ জাতিকে অন্তর্ভুক্ত করার পশ্চিমবঙ্গ সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানালো পশ্চিমবঙ্গ সদগোপ সমিতি (যদুবংশীয়)।সোমবার কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে সমিতির নেতৃবৃন্দ জানান,পশ্চিমবঙ্গ সরকারের রাজ্যের অন্যান্য অনগ্রসর শ্রেণির (ওবিসি) তালিকায় তাঁদের জাতিকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তকে তাঁরা আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছেন।

তাঁরা বলেন,সুপ্রিম কোর্টের আদেশ অনুসরণ করে এবং সমীক্ষা ও জনশুনানি সহ প্রয়োজনীয় পদ্ধতি অনুসরণ করে নেওয়া এই পদক্ষেপ,একটি সুষ্ঠু ও স্বচ্ছ প্রক্রিয়া নিশ্চিত করে।তাঁদের জাতিকে ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত করা,ঐতিহাসিক অবিচারের নিরসনের এবং সামাজিক সাম্যের দিক থেকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।তাঁরা এও বলেন,পূর্ববর্তী সরকার দীর্ঘ বছর ধরে এই প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অস্বীকার করেছিল, যার ফলে তাঁদের সম্প্রদায় সংরক্ষণের কাঙ্ক্ষিত সুবিধা এবং সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের সুযোগ থেকে বঞ্চিত হয়েছিল।তাঁরা এও উল্লেখ করেন অনেক আগেই ঝাড়খণ্ড এবং ওড়িশা রাজ্য সরকারগুলি সদগোপদের সামাজিক ও অর্থনৈতিক পশ্চাদপদতা স্বীকার করে সদগোপদের এই সব রাজ্যে ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত করেছে।পশ্চিমবঙ্গে সংখ্যাগতভাবে শক্তিশালী হওয়া সত্ত্বেও, সদগোপ সম্প্রদায়কে রাজ্যের ওবিসি তালিকায় তাদের ন্যায্য স্থান থেকে বঞ্চিত করা হয়েছিল।

এই ঐতিহাসিক অন্যায় সংশোধন এবং তাঁদের সম্প্রদায়কে তাঁদের প্রাপ্য সুবিধাগুলি নিশ্চিত করার জন্য বর্তমান সরকারের প্রচেষ্টাকে তাঁরা ধন্যবাদ জানাচ্ছেন।পাশাপাশি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে তাঁরা বলেন,মুখ্যমন্ত্রীর দূরদর্শী নেতৃত্ব এবং সামাজিক ন্যায়বিচারের প্রতি তাঁর অঙ্গীকারের জন্য, সদগোপ সম্প্রদায় সংরক্ষণের সুবিধা এবং সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের সুযোগ পেতে সক্ষম হয়েছে।সেই সঙ্গে রাজ্যসভার সদস্য সাংসদ সামিরুল ইসলামের প্রতি তাঁদের আন্তরিক কৃতজ্ঞতা জানান।যিনি ওবিসি তালিকায় অন্তর্ভুক্তির দীর্ঘদিনের দাবি সমাধানে অক্লান্ত প্রচেষ্টা করে গেছেন।তাঁর গুরুত্বপূর্ণ সমর্থনের সদগোপদের এই অপূর্ন দাবী পূরনে বিশেষ ভূমিকা নিয়েছে।সরকারের এই সিদ্ধান্তের কার্যকরী ভাবে বাস্তবায়ন নিশ্চিত করতে এবং তাঁদের সম্প্রদায়ের কল্যাণ ও উন্নতিতে তাঁরা সরকারের সাথে সহযোগী অবস্থান নিতে আগ্রহী।

পাশাপাশি তাঁরা জানান,তাঁরা বিশ্বাস করেন,এই পদক্ষেপ তাঁদের জাতির সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে এবং আরও ন্যায়সঙ্গত সমাজ গঠনে অবদান রাখবে।এদিন সাংবাদিক সম্মেলনে যে প্রেস বিবৃতি বিলি করা হয়েছে তাতে সাক্ষর করেছেন সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্ব ঝাড়খণ্ডের দিলীপ ঘোষ,রাজ্য নেতৃত্ব ঝাড়গ্রামের অবনী ঘোষ,বীরভূমের অর্যমা ঘোষ,বীরভূমের পল্লব মন্ডল , হাওড়ার সুমিত ঘোষ প্রমুখ।উল্লেখ্য,এদিন আনুষ্ঠানিক সংগঠনের রাজ্য কমিটি ঘোষিত হয়।রাজ্য কমিটির সভাপতি হয়েছেন ঝাড়গ্রাম জেলার অবনী ঘোষ, সাধারণ সম্পাদক হয়েছেন বীরভূমের পল্লব মন্ডল,সম্পাদক হয়েছেন ঝাড়গ্রাম জেলার মৃনাল কান্তি ভূঞ্যা,কোষাধ্যক্ষ হয়েছেন পশ্চিম মেদিনীপুরের সুকুমার ঘোষ,তিন সহ-সভাপতি হয়েছেন বীরভূমের অর্যমা ঘোষ, বারাসতের তাপস কুমার মজুমদার,হাওড়ার সুমিত ঘোষ।

পাশাপাশি এদিন সদগোপ সমাজের কৃতিদের সম্মাননা জ্ঞাপন করা হয়।সদগোপ সমিতির পক্ষে চন্দ্রশেখর সাউ জানান,সবাইকে সাথে নিয়ে তাঁরা আগামীদিনে তাঁদের সমাজের উন্নয়নে ও সার্বিক মানব কল্যাণে সচেষ্ট হবেন।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in