Keshiary Adibasi Dibas:কেশিয়াড়িতে জেলাস্তরীয় আদিবাসী দিবসের উদ্বোধন!মঞ্চ থেকে ছাত্র-ছাত্রীদের সবুজ সাথী প্রকল্পের সাইকেল সহ BR আম্বেদকর মেধা পুরস্কার প্রদান

Share

নিজস্ব প্রতিনিধি,কেশিয়াড়ি:

ঝাড়গ্রামে মুখ্যমন্ত্রী হাত ধরে উদ্বোধনের সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রীর উদ্যোগে কেশিয়াড়িতেও আদিবাসী দিবসের উদ্বোধন হল জেলাস্তরীয় ভাবে। দিন এই অনুষ্ঠানে জেলার জেলা জেলাশাসক পুলিশ সুপার সহ উপস্থিত ছিলেন বিধায়করা।এদিন অনুষ্ঠানের অতিথিরা মঞ্চ থেকে ছাত্র-ছাত্রীদের সবুজ সাথী প্রকল্পের সাইকেল সহ বি আর আম্বেদকরের মেধা পুরস্কার প্রদান করেন।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে,পশ্চিমবঙ্গ সরকারের আদিবাসী উন্নয়ন দপ্তরের আয়োজনে এবং পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় বৃহস্পতিবার কেশিয়াড়ি রবীন্দ্রভবনে অনুষ্ঠিত হল জেলা স্তরীয় বিশ্ব আদিবাসী দিবসের উদ্বোধনী অনুষ্ঠান। ৪ দিন ধরে চলবে এই অনুষ্ঠান।রাজ্যজুড়ে এই বিশেষ দিনটি উদযাপন করা হচ্ছে।ঝাড়গ্রামে রাজ্য স্তরীয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী নিজে।কেশিয়াড়ি রবীন্দ্রভবনে জেলাস্তরীয় আদিবাসী দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী ডাঃ মানস রঞ্জন ভূঞ্যা, শ্রীকান্ত মাহাত,জেলাশাসক খুরশিদ আলী কাদরী, জেলা আরক্ষাধ্যক্ষ ধৃতিমান সরকার,বিধায়ক অজিত মাইতি,বিক্রমচন্দ্র প্রধান,পরেশ মুর্মু,অতিরিক্ত জেলাশাসক সন্দীপ টুডু সহ অনান্য অতিথিবৃন্দ । উপস্থিত ছিলেন আদিবাসী সমাজের প্রতিনিধিবৃন্দ। এই দিন আদিবাসী গুণীজনদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন, আদিবাসী নৃত্য ও গানের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা হয়।

মঞ্চ থেকে ছাত্র-ছাত্রীদের হাতে সবুজ সাথী প্রকল্পের সাইকেল ও বি আর আম্বেদকর মেধা পুরস্কার তুলে দেওয়া হয় ।



Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in