
নিজস্ব প্রতিনিধি,বেলিয়াবেড়া:
বাল্য বিবাহ,পকশো,শিশু শ্রম,সাইবার ক্রাইম, ট্রাফিক আইন সহ বিভিন্ন আইনি বিষয়ে পড়ুয়াদের সচেতন করতে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের আইনি সচেতনতা শিবির।বলদী নিগমানন্দ হাইস্কুলের ছাত্র-ছাত্রী দের বিভিন্ন বিষয়ে আইনি সচেতন করলেন অধিকার মিত্র রীতা দাস দত্ত।

ঝাড়গ্রাম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ ঝাড়গ্রাম জেলার মানুষকে আইনি সচেতন এবং আইনি সহায়তা দেওয়ার জন্য পুরো জেলা জুড়ে নানান কর্মসূচির আয়োজন করে চলেছেন।সাধারণ মানুষকে বিনামূল্যে আইনি পরিষেবা দেওয়ার জন্য জেলার প্রতিটি ব্লকে এবং প্রতিটি থানায় একজন করে “অধিকার মিত্র” আছেন।এদিনের বিনামূল্যে আইনি সচেতনতা শিবিরে বলদী নিগমানন্দ হাই স্কুলের ছাত্র ছাত্রী দের বিভিন্ন বিষয়ে আইনি সচেতন করলেন অধিকার মিত্র । ঝাড়গ্রাম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে বেলিয়াবেড়া ব্লকের বলদী নিগমানন্দ হাই স্কুলের ছাত্র ছাত্রীদের বাল্য বিবাহ,পকশো,শিশু শ্রম,সাইবার ক্রাইম, ট্রাফিক আইন সহ বিভিন্ন আইনি বিষয়ে সচেতন এবং বিনামূল্যে অফিসের নানান পরিষেবা সম্বন্ধে অবগত করেন ব্লকের ‘অধিকার মিত্র’ রীতা দাস দত্ত।


উপস্থিত ছাত্র ছাত্রী দের সর্বদা পাশে থাকার বার্তা দেন রীতা,উনি জানান,ছাত্র ছাত্রী সহ ওদের পরিবারের যেকোনো আইনি সমস্যার সমাধানের জন্য আমরা প্রতিজ্ঞা বদ্ধ।শিবিরে উপস্থিত দশম শ্রেণীর ছাত্রী সুমিতা মহাপাত্র জানায়”অনেক অজানা জিনিস জানলাম,এসব আমাদের খুবই কাজে লাগবে।

স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক সন্তোষ কুমার সিং জানান, স্কুলের ছাত্র ছাত্রী সহ সমাজ আইনি সচেতন হোক, অপরাধ বিহীন সুস্থ সমাজ গড়ে উঠুক,এদিন আমাদের স্কুলে একজন আইনি প্রতিনিধিকে পেয়ে আমরা সবাই খুবই খুশি।