
মেদিনীপুর 7 ই ডিসেম্বর:
গ্রন্থাগারের কর্মীদের প্রমোশন ছুটি এবং স্বাস্থ্যের সুবিধার দাবি দাওয়া নিয়ে জেলা গ্রন্থাগারে অনুষ্ঠিত হলো পাবলিক লাইব্রেরী শাখার প্রথম জেলা সম্মেলন। সম্মেলনে মন্ত্রী বিধায়ক সহ উপস্থিত ছিলেন বিশিষ্ট অতিথিবৃন্দ। সংগঠন সহ অতিথিদের বক্তব্য ছিল তাদের সমস্যা সমাধানে যেমন তারা এগিয়ে আসবেন তেমনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে তাদের এগিয়ে আসার আহ্বান জানান।

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির অন্তর্গত পাবলিক লাইব্রেরী শাখার প্রথম জেলা সম্মেলন অনুষ্ঠিত হলো রবিবার।পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিক সূচনা করা হয়।উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মেদিনীপুর বিধানসভার বিধায়ক ও মেদিনীপুর সংগঠনিক জেলা সভাপতি সুজয় হাজরা।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী শ্রীকান্ত মাহাতো,যিনি কর্মীদের নানান সমস্যা,কর্মসূচি ও সংগঠনের সমসাময়িক বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।এছাড়া উপস্থিত ছিলেন পাবলিক লাইব্রেরি শাখার রাজ্য সভাপতি তাপস চক্রবর্তী,পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন-এর পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির শীতল বিদ এবং জেলা কমিটির অন্যান্য নেতৃত্ববৃন্দ।

পুরো অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে দায়িত্ব পালন করেন পাবলিক লাইব্রেরি শাখার জেলা সভাপতি প্রদ্যোৎ মাসান্ত।তাঁর নেতৃত্বে সম্মেলনটি শৃঙ্খলাপূর্ণ, সুশৃঙ্খল এবং সফলভাবে সম্পন্ন হয়।এছাড়াও সংগঠনের তরফ থেকে ছিলেন সাধারণ সম্পাদক অভিজিৎ চৌধুরী, রাজ্য শাখার সুদীপ মন্ডল, কার্যকরী সভাপতি অঙ্কুর নন্দী, সাধারণ সম্পাদক রঞ্জন কুমার দে সহ অন্যান্যরা।এদিন বিশিষ্ট অতিথি বৃন্দরা বক্তব্য রাখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করে আগামী ২০২৬ সালে আবার মুখ্যমন্ত্রী হিসাবে মমতা ব্যানার্জি কে জেতানোর আহ্বান জানান। সংগঠনের নেতৃত্ব বর্গ এইদিন তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন তাদের এই সম্মেলনে।সেই সঙ্গে সেগুলো কিভাবে সমাধান হবে তাও দাবি জানান নেতৃত্ব বর্গের কাছে।এইদিন নেতৃত্ব গর্ব তাদের সমস্ত সমস্যার কথা মন দিয়ে শোনেন এবং তা সমাধান করার আশ্বাস দেন।সংগঠনের জেলা স্থায়ী সভাপতি প্রদ্যুত মাসান্ত অনুষ্ঠানের তত্ত্বাবধানের দায়িত্বে ছিলেন।

এদিন এই বিষয়ে সংগঠনের জেলা সভাপতি প্রদ্যুৎ মাশান্ত বলেন,”আমাদের মূলত তিনটি দাবি-দাওয়া নিয়েই প্রথম জেলা সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।প্রথম হচ্ছে প্রমোশন,হেলথ আর তৃতীয় হচ্ছে ছুটি।আমরা এসব বিষয় নিয়ে নেতৃত্ব বৃন্দের সঙ্গে আলাপ-আলোচনা করেছি।আমাদের দাবি জানিয়েছি ওনারা আশ্বাস দিয়েছেন। সেই সঙ্গে যাতে মমতা বন্দ্যোপাধ্যায় কে পুনরায় মুখ্যমন্ত্রী হিসেবে ক্ষমতায় নিয়ে এসে হাত শক্ত করতে পারি তার জন্যই আমাদের এই সম্মেলন অনুষ্ঠিত হলো।