
নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:
যত্রতত্র চায়ের কাপ ফেলা যাবে না,’চা খেয়ে কাপটা বাক্সে ফেলুন’ সামাজিক নিয়ে হোডিং পড়লো শহরে।গোটা মেদিনীপুর শহর জুড়ে এই ধরনের হোডিং চোখে পড়ল বেশ কয়েকদিন ধরে। মূলত পুজোর আগেই সচেতনতার বার্তা এই আবির্ভাব পূজা কমিটির।

পুজোয় সামাজিক বার্তা পুজো কমিটির।এইরকম ই ভাবনা চিন্তা নিয়ে শহরে বড় বড় বিজ্ঞাপনের কাট আউট দিল এক পুজো কমিটি। মূলত মেদিনীপুর পুজো কমিটির এক অন্যতম পুজো কমিটি হলো “আবির্ভাব পুজো কমিটি।এই পুজো কমিটি এবারে পূজোর আগেই বড় বড় কাট আউট দিয়ে সতর্ক ও সচেতনতার বার্তা দিল মেদিনীপুর শহরবাসীকে।এই কাট আউটে বাইক আরোহীদের সচেতন করতে লেখা আপনার ও অন্যের নিরাপত্তা নিশ্চিত করুন,ট্রাফিক আইন মেনে চলুন। মেদিনীপুর মানুষ জনদের নালা নর্দমায় আবর্জনা যাতে না ফেলে তার জন্য লেখা হয়েছে,”কোথাও বা যত্রতত্র আবর্জনা ফেলবেন না মেদিনীপুর শহর পরিষ্কার রাখুন।”আবার কোথাও কোথাও চা প্রেমীদের জন্য রয়েছে, ‘চা খেয়ে কাপটা বাক্সে ফেলুন।’বিশেষ করে রাস্তা পরিষ্কার রাখার জন্য লেখা হয়েছে ব্যবহৃত উচ্ছিষ্ট প্লাস্টিক নির্দিষ্ট জায়গায় ফেলুন রাস্তা পরিষ্কার রাখুন।

এইভাবে গোটা শহর জুড়ে সচেতনতার বার্তা দিয়ে গেল একটি পুজো কমিটি।এই বার্তা রীতিমত প্রশংসা কুড়িয়েছে মেদিনীপুর বাসীর।