
নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:
বিচার চাইতে গিয়ে মার খেতে হয়েছে পুলিশের কাছে আর সেই অভিযোগ তুলেই এবার অভয়া রাখি উৎসব পালন জেলা বিজেপির। এদিন ধর্মা এলাকায় বিজেপি নেতা শঙ্কর গুছাইতের উদ্যোগে এই রাখি উৎসব পালন করা হয়।এলাকার পথ চলতি মানুষদের রাখি পরিয়ে সঙ্গে মিষ্টিমুখ করিয়ে নিন্দা জানানো হয় গতকালের ঘটনার।

অভয়া কান্ডের এক বছর পার,গতকাল বিচারের আশায় নবান্ন অভিযান করে মার খেতে হয়েছে অভয়ার মাকে। এমনই এক আবহে অভয়ার বিচারের দাবিতে এবং গতকালের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে মেদিনীপুরে “অভয়া রাখি উৎসব”বিজেপির।এইদিন মেদিনীপুর শহরের ধর্মা এলাকায় পথ চলতি সাধারণ মানুষকে অভয়ার প্রতিকৃতি ছবি দেওয়া,রাখি পরিয়ে লাড্ডু এবং চকলেট বিতরণ করে পালন করা হলো দিনটি।অভয়া রাখির পাশাপাশি ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং সুভাষচন্দ্র বোসের ছবি দেওয়া রাখি।পথ চলতি সাধারণ মানুষকে পড়ানো হয় সেই রাখিও।এইদিন শনিবার সকাল প্রায় আটটা নাগাদ শুরু হওয়া এই কর্মসূচি চলে প্রায় সাড়ে দশটা পর্যন্ত। উপস্থিত ছিলেন বিজেপির জেলা সহ সভাপতি ডঃ শঙ্কর কুমার গুছাইত,বিজেপি নেতা সুশান্ত ঘোষ অন্যান্য বিজেপি নেতৃত্ব ও বহু কর্মী সমর্থক।


এদিন বিজেপি জেলা সহ সভাপতি শংকর গুছাইত জানান,”তৃণমূল সরকারের পুলিস অভয়ার মাকেও মারধর করেছে।ধিক্কার জানাই এই ঘটনার।তাই আজ রাখি বন্ধন উৎসব পালন করছি।প্রতিবাদ জানাচ্ছি এই ঘটনার।অভয়ার প্রতিকৃতি ছবি দিয়ে রাখি পরানো হচ্ছে সাধারণ মানুষকে।