
নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:
বহু গুণীজনদের উপস্থিতিতে নতুন আঙ্গিকে এবং অভিনব ভাবনায় মেদিনীপুর ফিল্ম সোসাইটি সভাগৃহে প্রকাশিত হলো ললিতকলা বিষয়ক পত্রিকা “চারুপ্রভা”। পত্রিকাটি সম্পাদনা করেছেন হিজলী কলেজের অধ্যাপিকা ড. সোনালী গোস্বামী।সহ সম্পাদিকার দায়িত্বে রয়েছেন শিক্ষিকা প্রিয়াঙ্কা মাইতি রায়।

এদিন পত্রিকা প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট লোকসংস্কৃতি গবেষক ড.মধুপ দে,সঙ্গীত গুরু জয়ন্ত সাহা,অধ্যাপক লক্ষ্মণ কর্মকার,অধ্যাপক বিশ্বরঞ্জন ঘোড়ই,নাট্যব্যক্তিত্ব প্রণব চক্রবর্তী, ছড়াকার বিদ্যুৎ পাল, বাচিক শিল্পী অমিয় পাল,চিত্র সমালোচক সিদ্ধার্থ সাঁতরা,প্রাবন্ধিক ও সম্পাদক অচিন্ত্য মারিক সহ মেদিনীপুরের সংস্কৃতি জগতের বিশিষ্ট জনেরা।
লেখকদের মধ্যে ছিলেন অনেকেই। উপস্থিত ছিলেন বাচিক শিল্পী মালবিকা পাল,লেখক ভাস্কর ব্রত পতি, অরুণ সাউ,নরসিংহ দাস,শুদ্ধসত্ত্ব মান্না,ঈশিতা চট্টোপাধ্যায়, শুভদীপ বসু,দেবীপ্রসাদ ত্রিপাঠী,ড.সুতৃপ্তা মন্ডল,সুতনু ঘোষ, অরিজিৎ মান্না প্রমুখ।এদিন এই পত্রিকা প্রকাশ অনুষ্ঠানে সঙ্গীতশিল্পী জয়ন্ত সাহাকে ‘চারুপ্রভা শিল্প সম্মাননা ২০২৫’ প্রদান করা হয়।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঈশিতা চট্টোপাধ্যায়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সিদ্ধার্থ সাঁতরা।পত্রিকাটির প্রচ্ছদ করেছেন মেদিনীপুরের গর্ব বিশিষ্ট শিল্পী প্রশান্ত খাটুয়া।পত্রিকাটি মিঠু এন্টারপ্রাইজ থেকে প্রকাশিত হয়েছে।সম্পাদিকা ড. সোনালী গোস্বামী বলেন,”আমরা চেষ্টা করলাম চারুশিল্পের উপর সৃজনশীল লেখনী তুলে ধরতে। প্রথম সংখ্যায় রাজ্যের বিভিন্ন প্রান্তের গবেষকগণ,ললিত কলার বিভিন্ন শাখার ওপর আলোকপাত করার চেষ্টা করেছেন। সংগীত, নৃত্য, বাচিক শিল্প,অভিনয় ও নাট্যকলা, স্থাপত্য ও ভাস্কর্য ইত্যাদি বিষয়ের ওপর ২৮ জন খ্যাতনামা লেখক কলম ধরেছেন।”

এই বিষয়ে পত্রিকা সম্পাদিকা আরও বলেন, তাঁরা আগামীদিনে আরো ভালো ভালো লেখা দিয়ে এই পত্রিকাকে সমৃদ্ধ করার চেষ্টা করবেন’।পাশাপাশি তিনি এই বিষয়ে সকলের সহযোগিতা প্রার্থনা করেছেন।