Power Lifting Champion:এশিয়ান পাওয়ার লিফটিংয়ে মেদিনীপুরের পাঁচ প্রতিযোগী পেল সোনা!গর্বিত মেদিনীপুর বাসী দিল সম্বর্ধনা

Share

Power Lifting Champion

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:

এশিয়ান Power Lifting Champion শিপে সোনা জিতে ইতিহাস গড়লেন মেদিনীপুরের সঞ্জীব, সায়ন, শোভন, শান্তি ও সুসমা।খুশির হাওয়া মেদিনীপুর জুড়ে দেওয়া হলো সম্বর্ধনা।মূলত এই প্রতিযোগিতায় পাকিস্তান, বাংলাদেশ, অস্ট্রেলিয়া-সহ একাধিক দেশ থেকে প্রায় ৩০০ জন অংশ নেন।

এশিয়ান পাওয়ার লিফটিংয়ে সোনা,মেদিনীপুরের পাঁচ প্রতিযোগীর ঐতিহাসিক সাফল্য।নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত এশিয়ান পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপে সোনা জিতে ইতিহাস গড়লেন মেদিনীপুর শহরের পাঁচ প্রতিযোগী।সঞ্জীব দাস,সায়ন দাস,শোভন দেব সাঁতরা,শান্তি দাস ও সুসমা মান্না।সেই স্বর্ণপদক জয়ী প্রতিযোগীরা মেদিনীপুরে ফিরতেই তাঁদের জন্য শহরে বিশেষ সংবর্ধনা।ছিলেন মেদিনীপুর পুরসভার চেয়ারম্যান সৌমেন খান,ওয়ার্ড কাউন্সিলর সৌরভ বসু,প্রাক্তন খেলোয়াড় অসিত মণ্ডল-সহ বহু বিশিষ্ট জন।এই পাঁচজনই বিভিন্ন বিভাগে প্রথম স্থান অর্জন করে দেশের নাম উজ্জ্বল করেছেন।মূলত এই প্রতিযোগিতায় পাকিস্তান, বাংলাদেশ, অস্ট্রেলিয়া-সহ একাধিক দেশ থেকে প্রায় ৩০০ জন অংশ নেন।

এই কঠিন লড়াইয়ের মধ্যে সাফল্য পেয়ে উচ্ছ্বসিত সঞ্জীব দাস ও সায়ন দাস বলেন, “লড়াই খুবই কঠিন ছিল। মনোবল হারাইনি। দেশের জন্য সোনা আনতে পেরে ভীষণ ভালো লাগছে।”



Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in