SRMB Superstar Kalakar:মেলার মত উপহার সামগ্রী উপহার প্রদান SRMB এর! ‘সুপারস্টার কলাকারে’ কেউ পেল গোল্ড কেউ বা গাড়ি

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:

SRMB সুপারস্টার কলাকার মেদিনীপুরের বিদ্যাসাগর হলে।মেগা রাজমিস্ত্রি সম্মেলনে গিফটের ছড়াছড়ি।এসি,ফ্রিজ,সোনা দানা,দুই চাকা, চার চাকা নিতে ভিড় রাজমিস্ত্রি ও তার পরিবারের। এক দিনে মেগা অনুষ্ঠানের মধ্য দিয়ে ১৫০০ জন রাজমিস্ত্রি ও তার সঙ্গী সাথীকে উপহার SRMB TMT এর।

বৃহস্পতিবার বিদ্যাসাগর হলে এক মেগা অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো SRMB TMT বার “সুপারস্টার কলাকার” মেগা রাজমিস্ত্রি সম্মেলন। মূলত জেলার রাজমিস্ত্রি এবং সেই সঙ্গে তার বাকি সঙ্গী সাথীদের বিভিন্ন কাজে উৎসাহ দিতে এবং আর্থিক দিক দিয়ে স্বাবলম্বী করে গড়ে তুলতে এই অনুষ্ঠানের আয়োজন। এদিন প্রায় ১৫০০ জন কে তাদের পয়েন্ট অনুযায়ী মূল্যবান গিফট গুলি তুলে দেওয়া হয় মঞ্চ করে।সেই গিফট গুলি মধ্যে ছিল প্রেসার কুকার,সিলিং ফ্যান, ওয়াশিংমেশিন,এসি,ফ্রিজ,সাইকেল,মোটরবাইক,চারচাকা এবং সেই সঙ্গে গোল্ড,যা তুলে দেওয়া হয় এই অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জোনাল ম্যানেজার প্রণব দাস,এরিয়া ম্যানেজার সন্দীপ সাহা,ডিস্ট্রিবিউটর রঞ্জন চ্যাটার্জি,অরিজিৎ চ্যাটার্জী সহ অন্যান্যরা।এই দিনের এই অনুষ্ঠানের মূল দায়িত্বে ছিলেন পশ্চিম মেদিনীপুরের SRMB ডিস্ট্রিবিউটর দেবকান্ত চ্যাটার্জী।

মূলত ২০১৭ সালে ৪০০ জন মিস্ত্রিকে তার গিফট প্রদানের মধ্য দিয়ে শুরু হয়েছিল এই অনুষ্ঠানের।দেখতে দেখতে ৯ বছরে পদার্পণ করল এই অনুষ্ঠানের।উল্লেখ্য, এই দিনের অনুষ্ঠানের গিফট নিতে এই রাজমিস্ত্রি তার সঙ্গে সাথীরা ছোট ছোট হাতি গাড়ি এবং বড় গাড়ি নিয়ে এসছিলেন বয়ে নিয়ে যাওয়ার জন্য।

এই বিষয়ে জোনাল ম্যানেজার প্রণব দাস বলেন,”মূলত এইসব দুস্থ ট্যালেন্টেড রাজমিস্ত্রিদের উৎসাহিত করতে আমাদের এই ধরনের অনুষ্ঠান।যারা তাদের পয়েন্টের ভিত্তিতে আজকের এই বিভিন্ন ধরনের গিফট হাতে পাচ্ছে।আমরা প্রায় এই ১৫০০ এরকম রাজমিস্ত্রি তার সঙ্গী সাথীকে এই গিফট প্রদান করছি এই অনুষ্ঠানের মধ্য দিয়ে।এই প্রয়োজন ও জিনিসগুলি তাদের সাংসারিক এবং সামাজিক বিভিন্ন উৎসব অনুষ্ঠানে কাজে লাগবে এই ভেবেই আমাদের দেওয়া।এরিয়া ম্যানেজার সন্দীপ সাহা বলেন,”এটা আমাদের গর্ব।তাদের পয়েন্ট অনুযায়ী আমরা তাদের মূল্যবান গিফটগুলি তুলে দিলাম এই অনুষ্ঠানের মধ্য দিয়ে। আমরা সব সময় তাদের পাশে রয়েছে এই বার্তায় দিতে চাই।

অন্যদিকে SRMB এর জেলা ডিস্ট্রিবিউটর দেবকান্ত চ্যাটার্জী বলেন,”এক সময় ২০১৭ সালে ৪০০ জন মিস্ত্রি হাতে গিফট তুলে দিয়ে এই অনুষ্ঠানের সূচনা হয়েছিল যা দেখতে দেখতে ৯ বছরের পদার্পণ করল।এখন আমরা মেগা রাজমিস্ত্রি সম্মেলনের মধ্য দিয়ে মেগা কলাকার গিফট প্রদান করলাম।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in