
নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর:
গায়ক রুপম ইসলামের হাত ধরে প্রকাশ পেল কবি ঋত্বিক ত্রিপাঠির নতুন কবিতার বই “বরং”। এই ঋত্বিক ত্রিপাঠির প্রথম বই ছিল ১৯৯৯ সালে ‘জ্যোতি বাবু ও তুমি’।এরপর একে একে তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় কাজ করেছেন,পেয়েছেন সুনাম। মেদিনীপুরের কবির মুকুটে নতুন পালক।

রবিবার সকাল ১১ টায় গায়ক রূপম ইসলাম প্রকাশ করলেন ঋত্বিক ত্রিপাঠী-র নতুন কবিতার বই ‘বরং’। উল্লেখ্য, জ্বলদর্চি পত্রিকার নিজস্ব আপ ও ফেসবুকে প্রকাশের এই অভিনবত্ব পাঠক সমাজে আলোড়ন ফেলেছে।আলবাম ধরনের এই স্পাইরাল বাঁধানো কবিতার বইয়ের। প্রচ্ছদ ও অলংকরণ করেছেন চিত্রশিল্পী অনুপ রায়। মূলত রূপম ইসলাম বাংলা গানের জগতে জনপ্রিয় নাম। তাঁর গানের ধরন বাংলা রক। তিনি লেখক, গায়ক, সুরকার, গীতিকার। তাঁর গানের দল ফসিলস্। মুক্ত স্বাধীন চিন্তাভাবনার মানুষ রূপম।অনুপ রায় প্রখ্যাত চিত্রশিল্পী। প্রচ্ছদশিল্পী। কার্টুনিস্ট। তাঁর আঁকার ধরন স্বতন্ত্র। দীর্ঘদিন আনন্দবাজার পত্রিকায় চিত্রশিল্পী হিসাবে কাজ করেছেন। সহজ সরল প্রাণখোলা মানুষ উল্লেখ্য,ঋত্বিক ত্রিপাঠী-র জন্ম ১৯৭৭।

উল্লেখযোগ্য কবিতার বই ‘জ্যোতিবাবু ও তুমি’ (প্রকাশনা/১৯৯৯) ‘ঝড়ের পাখিকে আত্মকথা’ (জ্বলদর্চি /২০০৬), ‘কীলক লিপিতে ভূমি ও ভূমা'(সিগনেট /২০২৪) গদ্যগ্রন্থ- লিটল ম্যাগাজিন অন্তর বাহির (২০২০), লিটল ম্যাগাজিন : উদ্বর্তনের ইতিবৃত্ত (২০২৪)। ২০০৩ সালে আনন্দবাজার পত্রিকায় সাংবাদিক হিসাবে যুক্ত হন। ২০০৫ সাল থেকে স্কুল শিক্ষক। সম্পাদক জ্বলদর্চি।

সমাজ মাধ্যমের জন্য ভিডিও সম্পাদনা করেছেন চিত্রশিল্পী শুভ্রাংশু শেখর আচার্য্য।