
মোহনপুর 29 সে আগস্ট:
স্মার্ট মিটার বাতিলের দাবিতে এবার গণস্বাক্ষর অভিযান অল ইন্ডিয়া ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের (AIECA)। মূলত আগামী ২ রা সেপ্টেম্বর বিদ্যুৎ গ্রাহকদের রাজভবন অভিযানের ডাক দেওয়া হয়েছে আর তার জন্যই চলছে গণস্বাক্ষর অভিযান। গণস্বাক্ষরে ভালো সাড়া বলে দাবি নেতৃত্বের।

স্মার্ট মিটার বসানোর কেন্দ্রীয় প্রকল্প সম্পূর্ণ বাতিল, রাজ্যে বসিয়ে দেওয়া স্মার্ট মিটার খুলে নেওয়া ও বর্ধিত ফিক্সড চার্জ সহ বিপুল মাসুল প্রত্যাহারের দাবিতে
আগামী ২ রা সেপ্টেম্বর বিদ্যুৎ গ্রাহকদের রাজভবন অভিযানের ডাক অল ইন্ডিয়া ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের (AIECA)।সারাদেশের সাথে এ রাজ্যের সর্বত্র চলছে ব্যাপক গণস্বাক্ষর সংগ্রহ অভিযান।তাদের অভিযোগ সভ্যতার চালিকাশক্তি পাওয়ার সিস্টেমকে কর্পোরেট মালিকদের হাতে তুলে দেওয়ার নীল নকশা রিভাম্ড ডিস্ট্রিবিউশন সেক্টর স্কিম (RDSS) এর মাধ্যমে স্মার্টলি টাকা লুটের যন্ত্র স্মার্ট মিটার বসাতে মরিয়া কেন্দ্র ও রাজ্য সরকার।তারই প্রতিবাদে দেশ ব্যাপি চলছে তীব্র গ্রাহক আন্দোলন।অল ইন্ডিয়া ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের (AIECA) আহ্বানে রাজ্য-রাজ্যে চলছে কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রীর উদ্দেশ্যে গণস্বাক্ষর সংগ্রহ অভিযান।

অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন (ABECA) এর উদ্যোগে রাজ্য ব্যাপী তীব্র গ্রাহক আন্দোলনের চাপে স্মার্ট মিটার বসানো থেকে পিছু হঠতে বাধ্য হয়েছে রাজ্য সরকার।প্রমাণ হয়েছে গ্রাহক আন্দোলনই শেষ কথা বলে। সরকার গুলি স্মার্ট মিটার বসানোর স্বীদ্ধান্তের প্রক্রিয়া থেকে পিছু হটেনি এখনো।এ রাজ্যের রাজ্য সরকার বসিয়ে দেওয়া স্মার্ট মিটার গুলি খুলে নেয়নি এখনো।তাই অর্জিত জয় থেকে শিক্ষা নিয়ে আরো তীব্র গ্রাহক আন্দোলনের এই কর্মসূচি।এইদিন উড়িষ্যা বর্ডার সংলগ্ন মোহনপুর ব্লকের মোহনপুর ও গোমুণ্ডা বাজারে গণস্বাক্ষর সংগ্রহ অভিযান ও প্রচার অভিযান চলে। এই সাক্ষর অভিযানে অংশ নেন ABECA এর রাজ্য সম্পাদক মন্ডলী সদস্য বিদ্যাভূষণ দে, রাজ্য কমিটির সদস্য দীপক পাত্র, মোহনপুর ব্লক নেতৃত্ব পঙ্কজ ভঞ্জ, সভাপতি হিমাংশু দাস,সম্পাদক কবিন্দ্র সাউ প্রমূখ।

স্বতঃস্ফূর্তভাবে বিদ্যুৎ গ্রাহক,দোকানদার বন্ধু সেই সঙ্গে পথ চলতি মানুষ স্বাক্ষর দেন।আগামী ২ সেপ্টেম্বর কলকাতায় সুবিশাল মিছিলে মোহনপুর ব্লক থেকে ভালো সংখ্যক গ্রাহকরা সামিল হবেন বলে জানান নেতৃবৃন্দ।