Midnapore Natak: চারদিন ব্যাপী নাট্যোৎসব মেদিনীপুরে!ভিন্ন ভিন্ন স্বাদের আটটি নাটক উপস্থাপিত করবেন ভিন্ন জেলার কলাকুশলীরা

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:

প্রদ্যুৎ স্মৃতি সদনে মঞ্চস্থ হতে চলেছে তরুণ থিয়েটারের চার দিনব্যাপী নাট্য উৎসবের নাটক।জেলা শহর ও জেলার বাইরের কলাকুশলীরা অংশ নেবে এই নাট্য উৎসবে।এদিন এক সাংবাদিক বৈঠকের মধ্য দিয়ে সেই তথ্য তুলে ধরলেন তরুণ থিয়েটারের সদস্য সদস্যরা।এক প্রস্থ নাটক প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো এই দিন।

ফের চার দিনব্যাপী শুরু হচ্ছে তরুণ থিয়েটারের উদ্যোগে নাট্য উৎসব মেদিনীপুরে।আর এই নাটক উৎসবের নিয়ে যাবতীয় তথ্য প্রদান করল তরুণ থিয়েটারের বিশিষ্ট সদস্যরা।প্রসঙ্গত,এই মোবাইলের যুগে নাটকের গুরুত্ব হারাতে বসেছিল বর্তমান প্রজন্ম।কিন্তু তরুণ থিয়েটার দিনের পর দিন লাগাতার নাটক মঞ্চস্থ করে চলেছে মেদিনীপুর বাসীর জন্য।তাই আবার মানুষ পুরনো নস্টালজিয়ার সেই নাটকে মজেছে।এই মেদিনীপুরের মানুষের জন্য আগামী আট এ ২৮ শে মার্চ থেকে ৩১ শে মার্চ পর্যন্ত মোট চার দিনে আটটি নাটক উপস্থাপিত করতে চলেছে এই তরুণ থিয়েটার,যা অনুষ্ঠিত হবে প্রদ্যুৎ স্মৃতি সদনে।

শুধু জেলার নাট্যকলা কুশলীরা নয় জেলার বাইরেও ভিন্ন ভিন্ন জেলার নাট্যকলাকুশলীরা এই নাটকে অংশ নেবেন। মোট চার দিনে আটটি নাটকের দল তাদের নাটক প্রদর্শন করবেন এই মঞ্চে।এদিন এক সাংবাদিক বৈঠকের মাধ্যমে যাবতীয় তথ্য তুলে দেন তরুণ থিয়েটার নাট্য উৎসব সদস্য সদস্যরা।মূলত তরুণ থিয়েটার নাট্যোৎসব ২০২৫ এর নতুন কমিটি গঠন করা হয়েছে। যার সভাপতি হয়েছে মদনমোহন মাইতি, কার্যকরী সভাপতি সত্যব্রত দলুই,সহ-সভাপতি যথাক্রমে সুকুমার পড়িয়া,ডক্টর সত্য রঞ্জন ঘোষ,মুকুল রায়,চন্দন বসু,বজরংলাল আগরওয়াল, ডাক্তার বিবেক বিকাশ মণ্ডল,ডক্টর হরিপ্রসাদ সরকার, প্রতাপ নারায়ণ পড়িয়া ও আনন্দ গোপাল মাইতি।এছাড়া যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ কুন্ডু ও হেদায়াতুর রহমান এবং কোষাধক্ষ্য হিসেবে মনোনীত হয়েছেন অসীম বসু।

এইদিন তরুণ থিয়েটারের মুখপাত্র ‘তরুণ বার্তার’তৃতীয় বর্ষের প্রথম সংখ্যা প্রকাশিত হয়। এছাড়াও ছিলেন সদস্যা স্বাতী বন্দ্যোপাধ্যায়।এদিন তিনি সংবাদ মাধ্যমের কাছে এই নাটকের যাবতীয় তথ্য তুলে ধরেন।উল্লেখ্য,এই দিন বিদ্যাসাগর হল মুক্তমঞ্চে বিদ্যালয় স্তরে ও সর্বসাধারণের জন্য একক এবং দ্বৈত অভিনয় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in