
নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:
একদিকে গোটা রাজ্যজুড়ে চলছে চাকরি ছাঁটাই এবং চাকরিহারা শিক্ষকদের আন্দোলন আর অন্যদিকে ঠিক এই সময় কর্মসংস্থানের সুযোগ করে দিয়ে প্লেসমেন্ট ফেয়ারের আয়োজন করলো জর্জ টেলিগ্রাফ।এদিন মেদিনীপুর সেন্টার থেকে শিক্ষিত বেকার যুবক যুবতীদের ইন্টারভিউ এর মাধ্যমে অফার লেটার হাতে তুলে দেওয়া হয়।

প্রতিবছরের মতন এই বছরও দি জর্জ টেলিগ্রাফ ট্রেনিং ইনস্টিটিউট এর পক্ষ থেকে প্লেসমেন্ট ফেয়ার ২০২৫ অনুষ্ঠিত হলো মেদিনীপুরের স্টেশন রোডের সেন্টারে। এদিন বিশিষ্ট অতিথিদের দ্বারা রিবন কাটা সেই সঙ্গে প্রদীপ জ্বালানোর মধ্যে দিয়ে এই প্লেসমেন্ট ফেয়ারের উদ্বোধন হয়। মূলত এই সময় গোটা রাজ্যেই চলছে চাকরিহারা শিক্ষকদের আন্দোলন। যা নিয়ে রীতিমত ধুন্ধুমার পরিস্থিতি গোটা রাজ্যে।অন্যদিকে বছরের পর বছর কর্মসংস্থান হয়নি,হয়নি কোনো চাকরির পরীক্ষা। এই পরিপ্রেক্ষিতে এগিয়ে এলো দি জর্জ টেলিগ্রাফ ট্রেনিং ইনস্টিটিউট।এই দিন প্লেসমেন্ট ফেয়ার অনুষ্ঠিত করে কয়েক শতাধিক ছাত্র-ছাত্রীর হাতে তুলে দেওয়া হল কাজের নিয়োগপত্র।

এই অনুষ্ঠানে বিশেষ অতিথি রূপে উপস্থিত ছিল পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট চেম্বার্স অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির বিশেষ উদ্যোগপতি চন্দন বসু,ছিলেন জর্জ টেলিগ্রাফ গ্রুপের CEO,এক্সিকিউটিভ ডিরেক্টর সঞ্জীব কুমার দাস।এছাড়াও ছিলেন সংস্থার অ্যাডমিনিস্ট্রেটিভ ইনচার্জ অর্পিতা চক্রবর্তী,শুভম মন্ডল, প্লেসমেন্ট এবং কর্পোরেশন হেড দীপঙ্কর ভট্টাচার্য, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর প্রবীর বাসু,টেরিটরি হেড ঈপ্সিতা ভাদুড়ী,প্লেসমেন্ট এক্সিকিউটিভ সায়ন নন্দী সহ অন্যান্যরা।Samsung,IFB,Bhandari Automobiles, Maruti,Yamaha,Jio,S&IB সহ বিভিন্ন কোম্পানির তরফ থেকে এই অনুষ্ঠানেরএসেছিলেন কোম্পানির কর্মকর্তারা।

এই বিষয়ে জর্জ টেলিগ্রাফ গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর সঞ্জীব কুমার দাস বলেন,”এবছর বছরের এই প্রথম প্লেসমেন্ট ফেয়ার অনুষ্ঠিত হচ্ছে আমাদের সেন্টারে। যেখানে ইন্টারভিউ এর মাধ্যমে তাদের অফার লেটার তুলে দেওয়া হবে।এরই সঙ্গে কলেজ পাস আউট এবং স্নাতক থেকে মাস্টার ডিগ্রীরাও এই অফার লেটার পাবেন এই অনুষ্ঠানের মধ্য দিয়ে।আমরা চাই বেকার ছেলে মেয়েদের চাকরি দিয়ে স্বনির্ভর করতে।


অন্যদিকে বিশিষ্ট উদ্যোগপতি চন্দন বসু বলেন,” সরকারের পাশাপাশি এই ধরনের সংস্থাগুলো যদি এই জব ফেয়ারের আয়োজন করে তাতে আমাদের বাংলার ছেলে মেয়েরা চাকরি পেয়ে উপকৃত হয়।যার দায়িত্ব পালন করছে দি জর্জ টেলিগ্রাফ নামক সংস্থা।সম্প্রতি মুখ্যমন্ত্রী জিন্দালে এসেও কর্মসংস্থানের কথা ঘোষণা করে গেছেন।সেই সঙ্গে পায়ে পা মিলিয়ে এই ধরনের সংস্থা এগিয়ে এলে খুশি হব আমরা।