Bajrang Vyamagar:ডে নাইট ক্রিকেট খেলা উপলক্ষ্যে বজরং ক্লাবের দেহ সৌষ্ঠব প্রতিযোগিতা! অংশ নিল কয়েক শতাধিক প্রতিযোগী

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:

এ বছর ছিলো মেদিনীপুর বজরং ব্যায়ামাগারের ২৫ তম রজতজয়ন্তী বর্ষ আর সেই রজতজয়ন্তী বর্ষ উপলক্ষে ডে নাইট ক্রিকেট টুর্নামেন্টের পাশাপাশি এবার সারা বাংলা দেহ সৌষ্ঠব প্রতিযোগিতার আয়োজন করল তারা।এদিন স্পোর্টস কমপ্লেক্সের মোট সাতটি ইভেন্টে শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে পুরস্কৃত করেন বিশিষ্ট অতিথি বৃন্দ।

এ বছর ছিল মেদিনীপুরের বজরং ব্যায়ামাগারের রজত জয়ন্তী বর্ষ।তাই গত জানুয়ারি মাসের শেষের দিকে সাত দিনব্যাপী ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছিল তারা। এই দিবারাত্র ক্রিকেট টুর্নামেন্টে পুরুষদের পাশাপাশি মহিলাদেরও টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল কলেজ মাঠে।এর সঙ্গে ছিল ছিল অনূর্ধ্ব ১৪ এর ক্রিকেট টুর্নামেন্ট।যদিও এই কয়েকদিন বর্ণাঢ্য বাইক র‍্যালি,রক্তদান শিবির সেইসঙ্গে ইলেকট্রিক আলোর ঝলকানিতে ভরে উঠেছিল মেদিনীপুর।এই প্রথম আইপিএল ধাঁচে ইলেকট্রিক ওয়ার্কসের কাজ হয়েছিল। যা দেখতে ভিড় জমিয়ে ছিল হাজার হাজার দর্শক।তারই অঙ্গ হিসেবে এবার সারা বাংলা দেহ সৌষ্ঠব প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো এদিন স্পোর্টস কমপ্লেক্সে।এদিন প্রায় শতাধিক ভিন্ন জেলার প্রতিযোগী এই দেহ সৌষ্ঠব প্রতিযোগিতায় অংশ নেয়।তারা তাদের শারীরিক কসরতের মাধ্যমে তাদের প্রতিভা তুলে ধরেন।

এদিন স্পোর্টস কমপ্লেক্সে ১৭০ সেন্টিমিটারের নিচে ১৫০ সেন্টিমিটারের উপরে সেই সঙ্গে আরো পাঁচটি ইভেন্ট মিলে মোট সাতটি ইভেন্টের মাধ্যমে প্রতিযোগিরা অংশগ্রহণ করে।এই বিশেষ দেহ সৌষ্ঠব প্রতিযোগিতায় উপস্থিত হয়েছিলেন মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান,শক্তি প্রসাদ মিত্র,পীযূষ কান্তি পাল,জয়েন্ট কনভেনার সমাজসেবী প্রসেনজিৎ সাহা,তাপস সিনহা, রাজ্যের সম্পাদক সন্দীপ দাস,সৌম্য সরকার,রাজীব সরকার সহ বিশিষ্টজনেরা।এছাড়াও এই অনুষ্ঠানে দায়িত্ব পালন করেছে অক্ষয়,শুভম সহ ক্লাবের সকল সদস্যরা।

এদিনের পুরো অনুষ্ঠানের তত্ত্বাবধানে দায়িত্বে ছিলেন ক্লাবের কর্ণধার কুন্দন গোপ ও বরুন আগর ওয়াল।মূলত এবারে সুধা তুলসিয়ান, বিন্দাদেবী এবং উত্তম গোপের স্মৃতিতে এই ডে-নাইট ক্রিকেট টুর্নামেন্টের ২৫ তম বর্ষ আয়োজন করা হয়েছিল।এদিন প্রতিটি গ্রুপের বিজয়ী কে দশ হাজার টাকা এবং রানার্স আপ কে পাঁচ হাজার টাকা পুরস্কার মানি তুলে দেওয়া হয়।

এ বিষয়ে বজরং ক্লাব কর্ণধার কুন্দন বলেন,”আমাদের ক্লাবের রজত জয়ন্তী বর্ষ উপলক্ষে ক্রিকেট টুর্নামেন্টের পাশাপাশি এই দেহ সৌষ্ঠব প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল যা কিছুদিন পিছিয়েই করা হলো।আজকের অনুষ্ঠানে সাতটি ইভেন্টে শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেছে।তাদের মধ্যে বিজয়ী সঙ্গে রানার্স আপ দের পুরস্কৃত করা হলো।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in