
নিজস্ব প্রতিনিধি,গোপীবল্লভপুর:
লরির ধাক্কায় এক ব্যক্তির মৃত্যুর পর উত্তেজিত জনতা লরিতে অগ্নিসংযোগ করে বলে অভিযোগ।সেই আগুনের লেলিহান শিখা মুহূর্তের মধ্যে গ্রাস করে পুরো লরিটিকে।অবশেষে ঘটনাস্থলে দমকল বিভাগের কর্মীরা পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

শুক্রবার দুপুরে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর থানার অন্তর্গত ধরমপুরের লরির ধাক্কায় মৃত্যু হয় এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম মিঠু বাগ। বাড়ি গোপীবল্লভপুর থানার অন্তর্গত পারুলিয়া গ্রামে।জানা গিয়েছে,লরির ধাক্কায় মৃত্যু হয় এক ব্যক্তির।ঘটনার পরে উত্তেজিত মানুষজন লরিটিকে আটক করে।এই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গোপীবল্লভপুর থানার পুলিশ।লরির ধাক্কায় একজনের মৃত্যুর পর মুহূর্তের মধ্যেই উত্তেজিত মানুষজন লরিতে অগ্নিসংযোগ করে বলে অভিযোগ।পুলিশ উত্তেজিত জনতাকে সরিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।খবর দেওয়া হয় দমকল বিভাগে।দমকল বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে লরির আগুন নিয়ন্ত্রণে আনে।

যদিও এই ঘটনায় গোপীবল্লভপুরের SDPO পারভেজ সরফরাজ জানান,”লরির ধাক্কায় একজনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গোপীবল্লভপুর থানা পুলিশ থানার পুলিশ।মৃত ব্যক্তির দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে”।