Co-ordination Committee agitation: 13 দফা দাবিকে সামনে রেখে ঝাড়গ্রামে অবস্থান বিক্ষোভ কর্মসূচি করল রাজ্য কো-অর্ডিনেশন কমিটির

Share

নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম:

তিলোত্তমার দ্রুত বিচার এবং আরজিকর কাণ্ডে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি সহ মোট 13 দফা সামনে দাবিকে সামনে রেখে ঝাড়গ্রামে বিক্ষোভ কর্মসূচিতে শামিল হল কো-অর্ডিনেশন কমিটি।এদের নেতৃত্বরা বিভিন্ন বিষয় নিয়ে ক্ষোভ উগরে দেন এই মঞ্চে।

রাস্তায় নামলো বামেরা

মোট 13 দফা দাবিকে সামনে রেখে ঝাড়গ্রামে অবস্থান বিক্ষোভ কর্মসূচি করল রাজ্য কো-অর্ডিনেশন কমিটি।মঙ্গলবার দুপুরের ঝাড়গ্রামের মহকুমা শাসকের কার্যালয়ের বাইরে রাস্তার পাশে অবস্থান বিক্ষোভ কর্মসূচি করা হয় রাজ্য কো-অর্ডিনেশন কমিটির ঝাড়গ্রাম জেলার সংগঠনের পক্ষ থেকে। মূলত, তিলোত্তমার দ্রুত ন্যায় বিচার এবং আর জি কর কাণ্ডে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।কেন্দ্রীয় হারে প্রাপ্য বিপুল পরিমাণ বকেয়া মহার্ঘ ভাতা বা মহার্ঘ রিলিফ অবিলম্বে প্রদান করতে হবে সহ মোট 13 দফা দাবিতে অবস্থান বিক্ষোভ কর্মসূচি করা হয়।উপস্থিত ছিলেন,রাজ্য কো-অর্ডিনেশন কমিটির ঝাড়গ্রাম জেলার সংগঠনের জেলা সম্পাদক গৌতম ব্যানার্জি সহ অন্যান্য নেতৃত্বরা।

এদিনের অবস্থান বিক্ষোভ কর্মসূচি প্রসঙ্গে জেলা সম্পাদক গৌতম ব্যানার্জি বলেন আমাদের দাবি-দাওয়ার ভিত্তিতেই এই কর্মসূচি।আমরা বারেবারে এই বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাব যতদিন না দাবি পূরণ হচ্ছে।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in